ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, কার্তিক ১৬ ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪

English

জাতীয়

ধানমন্ডি থেকে ছিনতাই হওয়া ফোন জব্দ হলো গুজরাটে

সুকুমার সরকার

প্রকাশিত: ১৬:১৯, ১৬ মে ২০২৪; আপডেট: ১৬:৩৭, ১৬ মে ২০২৪

ধানমন্ডি থেকে ছিনতাই হওয়া ফোন জব্দ হলো গুজরাটে

ছবি সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি থেকে ছিনতাই হওয়া ফোন জব্দ হলো গুজরাট রাজ্য থেকে। গত বছরের ৭ নভেম্বর ধানমন্ডির ৮ নম্বর রোডে দিনাজপুরের ডেপুটি জেলার ফেরদৌস মিয়ার মোবাইল ফোন ছিনতাই হয়। ওই রাতেই ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। কিন্তু ফোনটি দেশের ভেতর নয় উদ্ধার হয় ভারতের গুজরাট রাজ্য থেকে। 

ডেপুটি জেলার ফেরদৌস মিয়া সংবাদ মাধ্যমকে জানান, সেদিন ধানমন্ডি ৮ নম্বর রোডে একটি বটগাছের নিচে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ করে দুজন লোক একটি মোটরবাইকে চেপে তাঁর সামনে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই হাত থেকে ফোন কেড়ে নেয় ওরা। ফোনটা ছিল স্যামসাংয়ের এস২৩ আলট্রা। প্রথমে তিনি ভেবেছিলেন, কেউ প্রাঙ্ক করছে কি-না, কিন্তু মিনিটখানেকের মধ্যেই ভুল ভাঙল তার, বুঝলেন ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। একইসঙ্গে, তার ‘স্মার্ট থিংস’ নামের স্যামস্যাং ইলেকট্রনিক্স কোম্পানির তৈরি একটি অ্যাপের মাধ্যমে জানতে পারেন ফোনটি বন্ধ করে রাখা হয়েছে।

জিডি করার সময় পুলিশ আধিকারীকরা তাকে জানান, ছিনতাইকৃত ফোনটি কেউ ব্যবহার করা শুরু করলেই কেবল সেটা উদ্ধার করা যাবে। ওই অ্যাপের দিকে সার্বক্ষণিক নজর রেখেছিলেন ফেরদৌস। কিছুদিন পরে একদিন সকালে ওই অ্যাপে তার ছিনতাই হওয়া ফোনের লোকেশন দেখায়। ‘শুরুতে উৎসাহিত হয়ে উঠলেও পরক্ষণেই তাতে ভাটা পড়ে ফোনের লাইভ লোকেশন দেখার পর। লোকেশন দেখাচ্ছিল, ঢাকা থেকে ২ হাজার ৫৪৮ কিলোমিটার দূরের ভারতের গুজরাট রাজ্যের আমরেলি শহর। ফলে ফোনটা ফিরে পাওয়ার সম্ভাবনা যে একদমই নেই তা বুঝতে পারছিলাম।

ফেরদৌস জানান, পুলিশ তাকে জানিয়েছে, তাদের অভিযানে ধরা পড়ার আশঙ্কা থাকায় চুরি হওয়া বেশিরভাগ দামি স্মার্টফোন প্রতিবেশী দেশে পাচার করা হয়। এরা হচ্ছে আন্তর্জাতিক পাচার চক্র। 

সম্প্রতি রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় এক অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে দুই দেশে সক্রিয় এ চক্রের সদস্যদের গ্রেপ্তারও করা হয়।  ফেরদৌস মিয়া  ভারতের বিভিন্ন কর্তৃপক্ষ এবং দুই দেশের হাইকমিশনে ইমেইল করতে থাকেন। ফেরদৌস বলেন, ‘ইমেইল করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি বাংলাদেশ ও ভারতের হাইকমিশন, গুজরাষ্ট্রের স্বরাষ্ট্র বিষয়ক রাজ্যসচিব, গুজরাটের রাজ্য পুলিশের নোডাল অফিসার, গুজরাট পুলিশ কমিশনারের দপ্তরকে হারানো ফোনটির সমস্ত কাগজপত্রের তথ্য দিয়ে ইমেইল করি। দেই ফোনের লাইভ লোকেশন, আইএমইআই নম্বর, ফোন কেনার রশিদসহ যাবতীয় তথ্য। মেইল পাঠানোর কয়েকদিন পর থেকে নিয়মিত মেইলবক্স চেক করতে থাকি। চলতি বছরের ১ মার্চ বিদেশি একটি নম্বর থেকে আমাকে কল করা হয়। প্রথমে ভেবেছিলাম, কোনো জালিয়াত চক্রের কল। কিন্তু, অপরপ্রান্তের ব্যক্তিটি নিজেকে গুজরাটের একজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিলেন। ফোনটি কুরিয়ারে পাঠাতে আমার ঠিকানা চাওয়ার আগপর্যন্ত আমি তার কথা বিশ্বাসই করিনি।’ফেরদৌস বলেন, ‘তবে কিছুদিনের মধ্যে সত্যিই আমি ফোনটি ফিরে পেলাম। সীমান্তের ওপারের প্রায় আড়াই হাজার কি.মি. দূরে এক মফস্বল শহর থেকে ফোনটা ফেরত পাব – এটা তো অকল্পনীয়।’

ইউ

দাম কমলো ডিজেল-কেরোসিনের

মোহাম্মদপুরে হয় ছিনতাকারীরা থাকবে, না হয় আমরা: ওসি 

অভিনেতা মাসুদ আলী খান আর নেই

অন্তর্বর্তী সরকারের ৩টি লক্ষ্যের কথা জানালেন রিজওয়ানা

কোটি টাকা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা

সাফজয়ী নারী ফুটবলারদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ধাওয়া-পাল্টাধাওয়া

প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপি পদে দুইবারের বেশি নয়, কমিশনে প্রস্তাব

প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ ডা. মবিন খান আর নেই

জাতীয় পার্টিকে ‘উৎখাত’ করতে বিজয় নগর যাচ্ছেন হাসনাত-সার্জিসরা

বিসিএস পরীক্ষায় ৪ বার অংশ নেয়া যাবে: জনপ্রশাসন মন্ত্রণালয় 

ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৭ জনের

আইফোনের জন্যেই মা-ছেলেকে খুন করে সপ্তম শ্রেণির দুই ছাত্র

দেশের মাটিতে পা রাখলেন সাফ চ্যাম্পিয়নরা

গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করল রাশিয়া