
প্রথম রোজায়ই জমে ওঠেছে রাজধানীর শপিংমলগুলো:
শুক্রবারে (২৪ মার্চ) প্রথম রোজা ও একই সঙ্গে ছুটির দিন। এ সুযোগে রোজার প্রথমদিনই রাজধানীর শপিংমলগুলোতে ভিড় করেছেন সাধারণ মানুষ, জমে উঠেছে কেনাকাটা। সকাল থেকে ক্রেতার সংখ্যা কিছুটা কম থাকলেও দুপুরের পর তা বাড়তে থাকে। এ অবস্থা অব্যাহত থাকলে এবার ভালো বেচা-বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা।
রাজধানীর ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা শপিংমলগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়। ঈদের কেনাকাটা করতে প্রথম রোজায় অনেকেই চলে এসেছেন শপিংমলে। তবে পুরুষের চেয়ে নারী ক্রেতার উপস্থিতি বেশি দেখা গেছে।
ঈদের কেনাকাটা করতে আসা একজন নারী ক্রেতা সময় সংবাদকে বলেন, ঈদের আগে আগে মার্কেটে ভিড় বেড়ে যায়। তাই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে রোজার প্রথম ছুটির দিনেই মার্কেটে চলে এসেছি। প্রথম দিকে কেনাকাটা করলে ভালো ডিজাইনের কাপড়গুলো পাওয়া যায়। আর ঈদে গ্রামে যাবো বলে আগেই কেনাকাটা সেরে রাখছি।
পুরুষ ক্রেতারা জানান, রোজার শেষের দিকে তাদেরও ব্যস্ততা বেড়ে যায়। তখন ভিড়ও থাকে অনেক। শেষের দিকে মার্কেটে আসার মতো সময় থাকে না তাই আগেই কিনে ফেলছেন।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, আশানুরূপ বেচাকেনা হলেও এলসি জটিলতায় ক্রেতার চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন তারা। এলসি সমস্যার কারণে ক্রেতাদের চাহিদা মতো পণ্যের যোগান দেয়া সম্ভব হচ্ছে না বলে জানান তারা।
তবে, আজকে মাত্র প্রথম দিন। তাই দিন যত গড়াবে কেনাকাটা আরও জমে উঠবে বলে আশা সবার।