
সংগৃহীত ছবি
দেশের ফ্যাশন খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে, জনপ্রিয় দুটি ফ্যাশন হাউজ ড্যাভিডা ও অপশন একটি হোলসেল চুক্তিতে স্বাক্ষর করেছে, যার আওতায় তাদের নতুন চালু হওয়া পুরুষ ফ্যাশন ব্র্যান্ড ‘ড্যাভিডা’ সারা দেশে সরবরাহ করা হবে।
আজ বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় ড্যাভিডার প্রধান কার্যালয়, কুতুবপুর, নারায়ণগঞ্জে। সেখানে উপস্থিত ছিলেন অপশনের ম্যানেজিং ডিরেক্টর আরিফুল ইসলাম বিপুল, ড্যাভিডার ম্যানেজিং ডিরেক্টর সাইকুল হাদিস রাব্বি এবং ড্যাভিডা ব্র্যান্ডের সিইও তানভীর আহমেদ শামীম।
এই চুক্তির আওতায় ড্যাভিডা ব্র্যান্ডের একমাত্র ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালন করবে ড্যাভিডা, যার মাধ্যমে আধুনিক ও সাশ্রয়ী মূল্যের পুরুষদের পোশাক দেশের বিভিন্ন ফ্যাশন আউটলেটে পৌঁছে দেওয়া হবে। উভয় প্রতিষ্ঠানই তাদের লক্ষ্য হিসেবে জানিয়েছেন, ‘ড্যাভিডা’কে দেশের শীর্ষস্থানীয় পুরুষ ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা।
অপশনের ডিজাইনের নতুনত্ব এবং ড্যাভি
দেশের ফ্যাশন খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে, জনপ্রিয় দুটি ফ্যাশন হাউজ ড্যাভিডা ও অপশন একটি হোলসেল চুক্তিতে স্বাক্ষর করেছে, যার আওতায় তাদের নতুন চালু হওয়া পুরুষ ফ্যাশন ব্র্যান্ড ‘ড্যাভিডা’ সারা দেশে সরবরাহ করা হবে।
আজ বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় ড্যাভিডার প্রধান কার্যালয়, কুতুবপুর, নারায়ণগঞ্জে। সেখানে উপস্থিত ছিলেন অপশনের ম্যানেজিং ডিরেক্টর আরিফুল ইসলাম বিপুল, ড্যাভিডার ম্যানেজিং ডিরেক্টর সাইকুল হাদিস রাব্বি এবং ড্যাভিডা ব্র্যান্ডের সিইও তানভীর আহমেদ শামীম।
এই চুক্তির আওতায় ড্যাভিডা ব্র্যান্ডের একমাত্র ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালন করবে ড্যাভিডা, যার মাধ্যমে আধুনিক ও সাশ্রয়ী মূল্যের পুরুষদের পোশাক দেশের বিভিন্ন ফ্যাশন আউটলেটে পৌঁছে দেওয়া হবে। উভয় প্রতিষ্ঠানই তাদের লক্ষ্য হিসেবে জানিয়েছেন, ‘ড্যাভিডা’কে দেশের শীর্ষস্থানীয় পুরুষ ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা।
অপশনের ডিজাইনের নতুনত্ব এবং ড্যাভিডার শক্তিশালী বিতরণ ব্যবস্থার সমন্বয়ে এই অংশীদারিত্ব দেশের প্রতিযোগিতামূলক পোষাক ফ্যাশন বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
//এল//