
ছবি: টাঙ্গাইলে কলেজ শিক্ষক সমিতির মানববন্ধনকালে...
শিক্ষাকে জাতীয় করণ ও অন্তবর্তীকালীন ব্যাবস্থা হিসেবে এমপিওভূক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, শিক্ষা ভাতা, সহযোগী অধ্যাপক, বেতন গ্রেড পূনবির্ন্যাসসহ বিভিন্ন দাবিতে টাঙ্গাইলে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় নিরালা মোড় শহীদ মিনারের সামনে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আজাহার আলী মিয়া ও সাধারন সম্পাদক এসএম আওয়ালের নেতৃত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয় আমরা এমপিওভুক্ত শিক্ষকরা ২০ শতাংশ উৎস ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫শ টাকা চিকিৎসা ভাতা পাই। অথচ আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য।’
বক্তারা আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অসাধ্য সাধন করে পদ্মা সেতু নির্মান কাজ সম্পন্ন করেছে। আমরা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে শিক্ষাব্যবস্থা স্মার্ট করতে হলে দরকার স্মার্ট শিক্ষক। তাই স্মার্ট শিক্ষক পেতে শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই। আমরা অতি দ্রুত শিক্ষা ব্যবস্থাকে জাতীয় করণের দাবি জানাচ্ছি।’
এ সময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সেন, অধ্যক্ষ রেনুকা, কৃষিবিদ শহিদুল ইসলাম, বাবর আলী, তালুকদার মশিউর, সোলায়মান দেওয়ান, মোঃ লুৎফর রহমান, অধ্যক্ষ সোহেল, আইরিন সুলতানা, মোঃ আব্দুল লতিফ ও মামুনুল হক এলাহী প্রমূখ। এছাড়া প্রতিটি উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।
ইউ