ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ২৫ অক্টোবর ২০২৫

English

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ২ এপ্রিল ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের

ছবি সংগৃহীত

ফারিহা তৃষ্ণা দুর্দান্ত বোলিংয়ে দারুণ হ্যাটট্রিকের পর বিব্রতকর ব্যাটিংয়ে সিরিজ হারলো বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে লক্ষ্যে খেলতে নেমে শুরুতে ঝড়ের আভাস দিলেও উইকেটের মিছিলে শেষ পর্যন্ত এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে স্বাগতিক শিবির।

তৃষ্ণার হ্যাটট্রিকের পরও মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৬১ রান করে সফরকারীরা। তাড়া করতে নেমে ৯ উইকেটে ১০৩ রানে থামে বাংলাদেশ। ৫৮ রানে জিতে ওয়ানডের পর টু-টোয়েন্টিতেও দাপুটেভাবে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারে ১০ উইকেটে।

দিলারা আক্তারের ব্যাটে বাংলাদেশের শুরুটা দারুণ হয়। কিন্তু অপর প্রান্তের ব্যাটার মুর্শিদা খাতুন ছিলেন নিস্প্রভ। ৮ রানে মুর্শিদা ফিরলে দলীয় ৩৪ রানে বাংলাদেশ প্রথম উইকেট হারায়। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন লাল সবুজের মেয়েরা।

২৫ বলে সর্বোচ্চ ২৭ রান আসে দিলারার ব্যাট থেকে। মাঝে স্বর্ণা আক্তার ২১, ফাহিমা খাতুন ১৫ রান করেন। ১৪ রানে অপরাজিত থাকেন রাবেয়া খান। আর কেউ দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি। অজিদের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন গার্ডনার-মলিনাক্স।

এর আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১৫ রানে উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে ছড়ি ঘোরাতে শুরু করে অজিরা। দ্বিতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়ে ম্যাচের নাটাই নিয়ে নেন নিজেদের হাতে। জর্জেরিয়া ওয়েরেহাম ৫৭ রানে আউট হলে ভাঙে জুটি। ওপেনার গ্রেস হারিস করেন ৪৭ রান।

এই দুজন সাজঘরে ফেরার পর রানের চাকা কিছুটা ধীরগতির হয়। তবে শেষ দিকে অ্যালিসা ২২ বলে ২৯ রান নিয়ে লক্ষ্য দেড়’শ পার করতে বড় ভূমিকা রাখেন। এ ছাড়া ১৯ রান করেন তাহিলা ম্যাকগ্রাথ।

ইনিংসের শেষ তিন বলে হ্যাটট্রিক করেন ফারিহা। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৪ উইকেট। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে ১২ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। ফারিহা ছাড়া দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার-ফাহিমা খাতুন।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দু’বার হ্যাটট্রিকের মাইলফলক অর্জন করেন ফারিহা। এর আগে ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম হ্যাট্রিকের স্বাদ পান তিনি। তবে বাংলাদেশিদের মধ্যে প্রথম হ্যাটট্রিক করেন ফাহিমা খাতুন, ২০১৮ সালে আরব আমিরাতের বিপক্ষে।

ফারিহার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুজন করেছিলেন দুটি করে হ্যাটট্রিক। তার একজন উগান্ডার কন্সি এউকো, অন্যজন হংকংয়ের ক্যারি চান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় কোনো বোলার হিসেবে দুই হ্যাটট্রিকের খাতায় নাম লেখালেন বাংলাদেশের ফারিহা।

ইউ

দেড় বছর পর সিরিজ জিতল বাংলাদেশ

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৮৬ হাজার টাকা জরিমানা

বাড়ল স্বর্ণের দাম

ফিরলো ‘না ভোট’, বাতিল হলো ইভিএম

ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় জানানো হবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস

ব্রাহ্মণবাড়িয়া ২ গোষ্ঠীর সংঘর্ষে ৩০ জন আহত

বলগেট উদ্ধার: চেইন ছিঁড়ে ২ শ্রমিকের অঙ্গহানি

গ্লেনরিচ স্কুলে নতুন প্লেগ্রাউন্ড অ্যাক্টিভিটি কারিকুলাম চালু

নির্বাচন পরেও থামবে না জুলাই বিপ্লব: মাহমুদুর রহমান

মানসিক সংস্কার না হলে অর্জন হাতছাড়া: সালাহউদ্দিন

উৎসবমুখর নির্বাচন করতে সব দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রবাসী করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা সহজ করল এনবিআর

অবশেষে কমলো রুপার দাম

সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নতুন কঠোর নির্দেশনা