ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ১৬ সেপ্টেম্বর ২০২৫

English

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হার

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৬, ৩১ মার্চ ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হার

ছবি সংগৃহীত

কোনো উইকেট না হারিয়েই প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নিল অস্ট্রেলিয়া। ওয়ানডের পরে রীতিমতো তাণ্ডব চালিয়ে টি-টোয়েন্টিতে নিজেদের অবস্থান প্রমাণ করল দলটি। দুই ম্যাচ সিরিজে এই মুহূর্তে ১-০ তে এগিয়ে গেল অজি বাহিনী।

রবিবার (৩১ মার্চ) দুপুর ১২টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান করে বাংলাদেশ। জবাবে ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

১২৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটি দেখেশুনে খেললেও পরের ওভার থেকে হাত খুলেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। শেষ পর্যন্ত দুজনে অপরাজিত থেকে খেলা শেষ করেন। অজি অধিনায়ক হিলি করেন ৪২ বলে ৬৫ রান এবং ৩৬ বলে ৫৫ রান করেন বেথ মুনি।  

এ দিন প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এসেছে টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে। তিনি ৬৪ বল খেলে ৬২ রান করে অপরাজিত থাকেন। ৭টি চারের মার দিয়ে তিনি ইনিংসটি সাজিয়েছিলেন।

ম্যাচটিতে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার দিলারা আক্তার। ইনিংসের প্রথম বলেই ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। বল হাতে ছিলেন সোফি মলিনিউ। এরপরে রানের খাতা খোলার আগে বিদায় নেন সোবহানা মোস্তারি। তাতে ২ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

এরপরে অবশ্য ঘুরে দাঁড়ান লাল-সবুজের প্রতিনিধিরা। মুর্শিদা খাতুন ও অধিনায়ক জ্যোতি মিলে ৫৭ বলে ৫৭ রানের জুটি গড়ে তোলেন। দলীয় ৫৯ রানে মুর্শিদা (২৭ বলে ২০ রান) অধিনায়কের সঙ্গে জুটি গড়েন ফাহিমা খাতুন। জ্যোতি-ফাহিমা জুটি থেকে আসে ৫২ বলে ৬০ রান। তাতে ভর করে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১২৬ রানে। ২১ বলে ২৭ রান করে ফাহিমা আউট হন ইনিংসের শেষ ওভারে। বাংলাদেশের হয়ে একমাত্র ছক্কাটিই মেরেছেন ফাহিমা। এছাড়া তার ইনিংসে ছিল দুটি চারের মার। কিন্তু সেসব ফিকে হয়েছে দুই ওপেনারের তাণ্ডবে।

ইউ

লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন-এর মৃত্যুতে উদীচীর শোক

একসাথে কাজ করার আহ্বান

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণা দণ্ডনীয় অপরাধ ঘোষণা

নারী কারাবন্দিদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত সরকারের

চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত ফরিদা পারভীন, কুষ্টিয়ায় হবে সমাহিত

জাকসু নির্বাচনে ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘে ভোট দিয়েছে ভারত

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৯

পাঁচ বছরেই বাংলাদেশকে স্বর্ণের খনিতে রূপান্তর সম্ভব: বাণিজ্য উপদেষাটা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন

দায়িত্ব নিয়েই পার্লামেন্ট ভেঙে দিলেন কার্কি, নির্বাচনের তারিখ ঘোষণা

জাকসু নির্বাচন: সন্ধ্যার মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের

ড. ইউনূসের চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে