ঢাকা, বাংলাদেশ

বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪

English

খেলাধুলা

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

উইমেনআই২৪ ডেস্ক

প্রকাশিত: ০০:৫৯, ৪ ডিসেম্বর ২০২২

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

চলমান কাতার বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ ষোলের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দল দুইটি। নেদারল্যান্ডসের হয়ে গোল তিনটি করেন মেম্ফিস ডিপায়ে, ডেলি ব্লাইন্ড ও ডেনজেল ​​ডামফ্রিজ। আর যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি আসে হাজী রাইটের পা থেকে।

আজ রাত ১টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। এই দুই দলের মধ্যে জয়ী দলকে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হিসেবে পাবে নেদারল্যান্ডস। আগামী ৯ ডিসেম্বের অনুষ্ঠিত হবে প্রথম কোয়ার্টার ফাইনাল। 

ম্যাচ শুরুর ১০ মিনিটেই লিড নিয়েছে ডাচরা। এ সময় পাল্টা আক্রমণে যায় নেদারল্যান্ডস। ডানদিক থেকে মেম্ফিস ডিপায়েকে বল বাড়িয়ে দেন ডেনজেল ​​ডামফ্রিজ। বক্সের মধ্যে বল পেয়েই দূরের পোস্টে শট নেন ডিপায়ে। তার বুলেট গতির শট যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নার ধরার সুযোগই পাননি।

বিরতির ঠিক আগে অতিরিক্ত সময়ের শুরুতেই দ্বিতীয় গোলের দেখা পায় নেদারল্যান্ডস। প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোলটি করেন ডেলি ব্লাইন্ড। এ সময় ডানদিকে থ্রো-ইন পায় তারা। সেখান থেকে সতীর্থের পা ঘুরে বল পান ডেনজেল ​​ডামফ্রিজ। তিনি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন ব্লাইন্ডকে। তিনি ডান পায়ের শটে বল জালে পাঠান। 

বিরতির পর ম্যাচে ফিরতে সর্বোচ্চ চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। শুরুতেই তারা কর্নারও পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড নেন ওয়েস্টন ম্যাককেনি। কিন্তু সেটি বামদিক দিয়ে চলে যায়। এরপর ম্যাচের ৪৯ মিনিটে, ৫১ মিনিটে ও ৫৩ মিনিটে তিনটি সুযোগ তৈরি হয়। সেগুলো মিস করেন টিম রিয়েম, ওয়েস্টন ও পুলিসিক। 

তবে ম্যাচের ৭৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। কমা গোল ব্যবধান। ক্রিস্টিয়ান পুলিসিকের কাছ থেকে বল পেয়ে ডানদিক থেকে কোণাকুনি শট নেন হাজী রাইট। বল দূরের পোস্ট দিয়ে জালে প্রবেশ করে। কিন্তু পাঁচ মিনিট পর ব্যাবধান আরও বাড়ায় ডাচরা। ৮১ মিনিটে ডামফ্রিজের গোলে ব্যবধান হয় ৩-১। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। 

//জ//

ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা

যেভাবে দেশে ফিরবেন ২৩ নাবিক

তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা

সন্ন্যাসী হতে ২০০ কোটির সম্পত্তি বিলিয়ে দিলেন দম্পতি

তাপদাহে অগ্নি দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক  সভা

সরিষাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রফিকের নির্বাচনী গণসংযোগ

বিকাশে নিয়োগ, আবেদন করা যাবে অভিজ্ঞতা ছাড়াও 

গরমে পেট ঠান্ডা রাখতে বেলের ৩ পদ 

ব্যাংক একীভূতকরণ নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক

ইন্টারনেটে ধীর গতি, এক মাস চলতে পারে ভোগান্তি

এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত

‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

এক বছরে কৃষিতে এডিপি বাস্তবায়ন বেড়েছে ৮ শতাংশ

সরিষাবাড়ীতে চিনাবাদাম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

স্বর্ণের দাম আরো কমলো