
এক নজরে ব্রাজিল-সার্বিয়া পরিসংখ্যান
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। বৃহস্পতিবার ‘জি’ গ্রুপের খেলায় সার্বিয়ার মুখোমুখি হবে নেইমাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
মাঠের লড়াই শুরুর আগে ম্যাচটি নিয়ে একটু পরিসংখ্যানে চোখ বোলানো যাক।
ব্রাজিল
র্যাংকিং: ১
শেষ ৫ ম্যাচ
জয়, জয়, জয়, জয়, জয়
সর্বোচ্চ গোল : ৭৫, নেইমার
সার্বিয়া
র্যাংকিং: ২১
শেষ ৫ ম্যাচ
জয়, জয়, জয়, ড্র, জয়
সর্বোচ্চ গোল : ৫০, আলেক্স মিত্রোভিচ
//এল//