ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ১১ ফেব্রুয়ারি ২০২৫

English

খেলাধুলা

নারী বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ বেতন ৫ লাখ

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২১:৫৫, ২২ জানুয়ারি ২০২৫

নারী বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ বেতন ৫ লাখ

সংগৃহীত ছবি

বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নারী ক্রিকেটের দিকে নজর রেখেছেন ফারুক আহমেদ। তার উদ্যোগে নারী ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজে দেখা গিয়েছিল স্পন্সর। এবার নারী ক্রিকেটারদের জন্য বিপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আগামী ১০ ফেব্রুয়ারি মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। ইতোমধ্যে টুর্নামেন্টটির জন্য ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করেছে বিসিবি। প্রথম আসরটি তিনটি দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।


বুধবার (২২ জানুয়ারি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার জানিয়েছেন, তিনটি ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে। এ ছাড়া চতুর্থ দলের জন্য আলোচনা চলছে, তবে চূড়ান্ত না হলে তিন দল নিয়েই টুর্নামেন্ট শুরু হবে।


প্রতি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবে। এ ছাড়া নীতিমালায় একজন বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ রাখা হয়েছে। তবে এই বিদেশি খেলোয়াড়দের মান কেমন হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ক্রিকেটারদের পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করেছে বিসিবি। আইকন ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে ৫ লাখ টাকা। এ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ৪ লাখ টাকা, ‘বি’ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ৩ লাখ টাকা, সি ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা, ‘ডি’ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ১ লাখ টাকা।


প্রতি দলে একজন আইকন ক্রিকেটার রাখা হবে। এ-ক্যাটেগরিতে থাকবেন দুইজন, ‘বি’ ক্যাটেগরিতে দুইজন, সি-ক্যাটেগরিতে তিনজন এবং ডি-ক্যাটেগরিতে চারজন খেলোয়াড়।


বাশার বলেন, আমরা আইকন রাখব একজন করে। এ গ্রেডে দুজন, বি গ্রেডে দুজন, সি গ্রেডে তিনজন, ডি গ্রেডে চারজন খেলোয়াড় রাখা হবে। যেহেতু ছেলেদের বিপিএল শেষ হওয়ার তিন দিনের মধ্যেই মেয়েদের বিপিএল, আমরা চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজিদের ওপর যাতে চাপ না পড়ে। ৩২ থেকে ৩৩ লাখ টাকার মধ্যে খেলোয়াড় সম্মানী রাখতে পারলে সহনশীল হবে। ৫০ লাখের মধ্যে যাতে টুর্নামেন্ট শেষ করতে পারে।


উল্লেখ্য, সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। ৮ থেকে ৯ দিনের মধ্যে শেষ হবে এ টুর্নামেন্ট।

//এল//

বিমান টিকিটের অস্বাভাবিক দাম বাড়া রোধে ১০ নির্দেশনা

সাগর-রুনি হত্যা মামলা সরকারের অগ্রাধিকার মামলার শীর্ষে: রিজওয়ানা

বাউলদের পাশে সবাইকে দাঁড়ানের আহ্বান শিল্পকলা একাডেমির

ডেভিল হান্টসহ অন্য মামলায় গ্রেপ্তার আরো ১৭৭৫

নোয়াখালীতে ট্রাক চাপায় প্রতিবন্ধী নারীর প্রাণহানি

নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে ৫ বছর নিষিদ্ধ করলো আইসিসি

হাসিনাসহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিচারের রায় অক্টোবরে

তিস্তা ইস্যুতে বিএনপির দুই দিনের নতুন কর্মসূচি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম অপরিবর্তিত রাখার দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি

বইমেলার স্টলে হামলার প্রতিবাদে ১২৪ লেখক-শিল্পী-অধিকারকর্মীর নিন্দা

সুস্থ হয়েই নতুন দেশের গান গাইলেন সাবিনা ইয়াসমিন

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

দুদকসহ সংস্থাগুলোর নিষ্ক্রিয়তায় দুর্নীতির বিস্তার ঘটেছে: টিআইবি

জামিন দেয়ার ব্যাপারে বিচারকদের যে নির্দেশনা দিলেন আসিফ নজরুল