ছবি সংগৃহীত
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ় জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ঊর্ধ্বমুখী বাংলাদেশ। চতুর্থ স্থানে উঠে এল তারা। পাকিস্তান অষ্টম স্থানে। মঙ্গলবারই (৩ সেপ্টেম্বর) আইসিসি ঘোষণা করেছে ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। সেখানে কী খেলার সুযোগ পাবে বাংলাদেশ!
টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ে থাকা দল ফাইনাল খেলার সুযোগ পায়। এই মুহূর্তে শীর্ষে রয়েছে ভারত। ৯ ম্যাচে ৬৮.৫২ শতাংশ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া পেয়েছে ৬২.৫০ শতাংশ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা নিউ জ়িল্যান্ড পেয়েছে ৫০ শতাংশ পয়েন্ট। পাকিস্তানের বিরুদ্ধে জিতে বাংলাদেশ এখন চতুর্থ স্থানে। তারা পেয়েছে ৪৫.৮৩ পয়েন্ট। ইংল্যান্ড নেমে গিয়েছে পঞ্চম স্থানে। তারা পেয়েছে ৪৫ শতাংশ পয়েন্ট।
ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা পেয়েছে ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট। শ্রীলঙ্কা রয়েছে সপ্তম স্থানে। তারা পেয়েছে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট। অষ্টম স্থানে থাকা পাকিস্তান পেয়েছে ১৯.০৫ পয়েন্ট। সবচেয়ে নীচে ওয়েস্ট ইন্ডিজ়। ১৮.৫২ শতাংশ পয়েন্ট পেয়েছে তারা।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আর চারটি ম্যাচ বাকি রয়েছে। পাকিস্তানের বাকি রয়েছে সাতটি ম্যাচ। ম্যাচ বাকি রয়েছে সব দলেরই। ফলে ক্রমতালিকায় পরিবর্তন হবে।
ইউ