ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ২৩ জানুয়ারি ২০২৫

English

খেলাধুলা

চাইনিজ তাইপের সাথেও সাবিনাদের হার

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২১:৪৭, ৩ জুন ২০২৪; আপডেট: ০৯:৪৬, ৪ জুন ২০২৪

চাইনিজ তাইপের সাথেও সাবিনাদের হার

সংগৃহীত ছবি

ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচে র‌্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সাবিনারা। এতে ৪-০ গোলের ব্যবধানে জিতে যায় সফরকারী। তবে দ্বিতীয় ম্যাচে না জিতলেও কঠিন লড়াই করেছে স্বাগকিরা।

সোমবার (৩ মে) কিংস অ্যারেনায় নিয়মিত অধিনায়ক সাবিনাকে ছাড়াই একাদশ সাজিয়ে খেলেছে বাংলাদেশ। ইংলিশ কোচ পিটার বাটলার ঝুঁকি নিয়েছিলেন। প্রথম ম্যাচে বিরতির আগে তিন গোল হজম করলেও, এই ম্যাচে মাত্র একটি।

শুধু তাই নয়, এক গোলের বিপরীতে স্বাগতিকরা কয়েকবার আক্রমণ করে প্রতিপক্ষকে ভয় ধরিয়ে দিয়েছিল। তবে দুর্ভাগ্য সমতাসূচক গোল। তাই ১-০ গোলের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের ১১ মিনিটে তাইপের লিন হুই বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে শট নিলেও তা পোস্টের বাইরে দিয়ে যায়। ১৭ মিনিটে তাইপে এগিয়ে যায়। বক্সের ভেতরে লিনের কাটব্যাক থেকে সু ইউ হুসুয়ান ৬ গজের কোনা থেকে গোলকিপারের পাশ দিয়ে বল জড়িয়ে দেন জালে।

গোল খেয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মাঝেমধ্যে মনিকা-মুনকিরা বল নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে। ১৯ মিনিটে মনিকা চাকমা দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সে ঢুকে জোরালো শট নিলেও তা গোলকিপারের তালুতে জমা পড়ে।

২৬ মিনিটে স্বপ্না রানীর বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে যায়। তিন মিনিট পর মুনকি বক্সের ভেতরে থেকে আক্তারের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে গোল পাওয়া হয়নি।

বিরতির পর তাইপে আবার চেপে ধরার চেষ্টা করে। তবে গোল ব্যবধান বাড়াতে পারেনি। তাদের আধিপত্য ছিল মাত্র ১০ মিনিটের মতো। আবার বাংলাদেশ আক্রমণে নেতৃত্ব দেয়। হাই লাইন ডিফেন্স খেলে তাইপেকে বেশ চাপে রাখে। তবে দুর্ভাগ্য গোল আসেনি এই অর্ধেও।

৬১ মিনিটে স্বপ্না রানীর কর্নারে শামসুন্নাহারের হেড পোস্টের পাশ দিয়ে যায়। এর আগে তহুরা বক্সে ঢোকার মুহূর্তে ট্যাকল করে কর্নার করেন। ৬৯ মিনিটে মনিকার জোরালো শট অনেক ওপর দিয়ে যায়।

পরের মিনিটে সতীর্থের ক্রসে শামসুন্নাহার লক্ষ্যে ঠিকমতো হেড করতে পারেননি। বল চলে যায় দূরের পোস্ট দিয়ে বাইরে। ৭৮ মিনিটে সাবিনা নামেন। নেমেই সেটপিস থেকে একের পর এক আতঙ্ক ছড়ান। তবে শামসুন্নাহার-মুনকিরা লক্ষ্যভেদ করতে পারেননি রক্ষণের দৃঢ়তায়।

ম্যাচ হারলেও স্বাগতিকদের লড়াকু পারফরম্যান্স সবার চোখে পড়েছে। ১০০ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে এমন লড়াকু পারফরম্যান্স দর্শকদের মনে থাকবে অনেকদিন।

//এল//

জাতীয় মানবাধিকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা প্রদানের

শুক্রবার থেকে শিশু একাডেমিতে কিডস টাইম মেলা শুরু 

বেক্সিমকোর ৪২ হাজার কর্মীর চাকরি হারানোর শঙ্কা

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না: ফখরুল

জাতীয় মানবাধিকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা প্রদানের

ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে: ইসি মাছউদ

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ১২৬ বিডিআর সদস্য

উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে গির্জা-হাসপাতালেও গ্রেপ্তার আতঙ্কে অভিবাসীরা

চুরির অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চাইলেন ড. ইউনূস

বিনামূল্যের পাঠ্যপুস্তক বাজারে বিক্রি, দুই ট্রাক বইসহ আটক ২

এবার মালয়েশিয়ার নম্বর থেকে হুমকি, শাহজালালে নিরাপত্তা জোরদার

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ গ্রেফতার ৪

নারী বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ বেতন ৫ লাখ