ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৬ জুলাই ২০২৫

English

খেলাধুলা

চাইনিজ তাইপের সাথেও সাবিনাদের হার

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২১:৪৭, ৩ জুন ২০২৪; আপডেট: ০৯:৪৬, ৪ জুন ২০২৪

চাইনিজ তাইপের সাথেও সাবিনাদের হার

সংগৃহীত ছবি

ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচে র‌্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সাবিনারা। এতে ৪-০ গোলের ব্যবধানে জিতে যায় সফরকারী। তবে দ্বিতীয় ম্যাচে না জিতলেও কঠিন লড়াই করেছে স্বাগকিরা।

সোমবার (৩ মে) কিংস অ্যারেনায় নিয়মিত অধিনায়ক সাবিনাকে ছাড়াই একাদশ সাজিয়ে খেলেছে বাংলাদেশ। ইংলিশ কোচ পিটার বাটলার ঝুঁকি নিয়েছিলেন। প্রথম ম্যাচে বিরতির আগে তিন গোল হজম করলেও, এই ম্যাচে মাত্র একটি।

শুধু তাই নয়, এক গোলের বিপরীতে স্বাগতিকরা কয়েকবার আক্রমণ করে প্রতিপক্ষকে ভয় ধরিয়ে দিয়েছিল। তবে দুর্ভাগ্য সমতাসূচক গোল। তাই ১-০ গোলের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের ১১ মিনিটে তাইপের লিন হুই বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে শট নিলেও তা পোস্টের বাইরে দিয়ে যায়। ১৭ মিনিটে তাইপে এগিয়ে যায়। বক্সের ভেতরে লিনের কাটব্যাক থেকে সু ইউ হুসুয়ান ৬ গজের কোনা থেকে গোলকিপারের পাশ দিয়ে বল জড়িয়ে দেন জালে।

গোল খেয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মাঝেমধ্যে মনিকা-মুনকিরা বল নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে। ১৯ মিনিটে মনিকা চাকমা দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সে ঢুকে জোরালো শট নিলেও তা গোলকিপারের তালুতে জমা পড়ে।

২৬ মিনিটে স্বপ্না রানীর বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে যায়। তিন মিনিট পর মুনকি বক্সের ভেতরে থেকে আক্তারের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে গোল পাওয়া হয়নি।

বিরতির পর তাইপে আবার চেপে ধরার চেষ্টা করে। তবে গোল ব্যবধান বাড়াতে পারেনি। তাদের আধিপত্য ছিল মাত্র ১০ মিনিটের মতো। আবার বাংলাদেশ আক্রমণে নেতৃত্ব দেয়। হাই লাইন ডিফেন্স খেলে তাইপেকে বেশ চাপে রাখে। তবে দুর্ভাগ্য গোল আসেনি এই অর্ধেও।

৬১ মিনিটে স্বপ্না রানীর কর্নারে শামসুন্নাহারের হেড পোস্টের পাশ দিয়ে যায়। এর আগে তহুরা বক্সে ঢোকার মুহূর্তে ট্যাকল করে কর্নার করেন। ৬৯ মিনিটে মনিকার জোরালো শট অনেক ওপর দিয়ে যায়।

পরের মিনিটে সতীর্থের ক্রসে শামসুন্নাহার লক্ষ্যে ঠিকমতো হেড করতে পারেননি। বল চলে যায় দূরের পোস্ট দিয়ে বাইরে। ৭৮ মিনিটে সাবিনা নামেন। নেমেই সেটপিস থেকে একের পর এক আতঙ্ক ছড়ান। তবে শামসুন্নাহার-মুনকিরা লক্ষ্যভেদ করতে পারেননি রক্ষণের দৃঢ়তায়।

ম্যাচ হারলেও স্বাগতিকদের লড়াকু পারফরম্যান্স সবার চোখে পড়েছে। ১০০ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে এমন লড়াকু পারফরম্যান্স দর্শকদের মনে থাকবে অনেকদিন।

//এল//

এক ম্যাচে দুই মাঠ, শান্তির হ্যাটট্রিকে জয় বাংলাদেশের

আদালত প্রাঙ্গণে বাশারকে কিল-ঘুষি ও ডিম নিক্ষেপ

আকস্মিক বন্যায় তলিয়েছে নিউইয়র্ক-নিউজার্সি

১৬ জুলাই রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি এনসিপি, দিতে হবে আরও নথি

হেফাজতের আক্রমণে সুশীল সমাজ নীরব, তবু পিছু হটেনি নারী সংস্কার কমিশন

কোনোভাবেই পিআর পদ্ধতি চাই না: বিএনপির সালাউদ্দিন

ঐকমত্য কমিশনের ব্যর্থতার দায় একা কমিশনের নয়: আলী রীয়াজ

ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত

নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি

এনবিআরের ৮ কর্মকর্তাকে বরখাস্ত

তিস্তার ভাঙন রোধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার: রিজওয়ানা

জুলাইয়ে তরুণদের অবদান চিরস্মরণীয় হবে: প্রধান উপদেষ্টা

গাড়ি থামিয়ে ঘুষ গ্রহণ: ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

বুবলীর নতুন চমক