Women Eye
প্রিন্টঃ ২৯ জুন ২০২২, ১২:৫৫ পি. এম.
 

টানা ২২ দিন মৃত্যু নেই, শনাক্ত ৫১

প্রকাশিতঃ ১২ মে ২০২২
টানা ২২ দিন মৃত্যু নেই, শনাক্ত ৫১

উইমেনআই২৪ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসস কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২২ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই রয়েছে।

এ সময়ে ৫১ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৯৩৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৯১ জন, এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯৮ হাজার ৬০৩ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৬৯৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭৩৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৩৬ হাজার ৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৮৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯১ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

উইমেনআই২৪//ইউ//১২-০৫-২০২২//৫:৪১ পিএম//