Women Eye
প্রিন্টঃ ২৯ জুন ২০২২, ১২:৫০ পি. এম.
 

কমলাপুর স্টেশন থেকে ৪০ট্রেন ছেড়ে গেছে আজ

প্রকাশিতঃ ২৯ এপ্রিল ২০২২
কমলাপুর স্টেশন থেকে ৪০ট্রেন ছেড়ে গেছে আজ

শাহীন মোলহেম: আজ শুক্রবার (২৯ এপ্রিল) ঈদযাত্রার তৃতীয় দিনে সকাল থেকে ৪০টি ট্রেন কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে গেছে। এদিন সরেজমিনে দেখা যায়, রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনের বগিতে যাত্রীদের বেশ চাপ রয়েছে। এ সময় টিকিট ছাড়াও অনেক যাত্রীদের চোখে পড়ে।
এদিন সকালের দিকে নীলসাগর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস কিছুটা দেরিতে কমলাপুর রেলস্টশন ছাড়লেও অন্যসব ট্রেন শিডিউল অনুযায়ী স্টেশন ছেড়েছে। এছাড়া সন্ধ্যার পর পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কিছু ট্রেন ছাড়বে। সেই সময় যাত্রীদের কিছুটা চাপ পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে রেল কতৃপক্ষ। 
নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার আমিনুল ইসলাম জানিয়েছেন,যাত্রী উঠানামা ও বিরতিতে অতিরিক্ত সময় ব্যয় হওয়ার জন্য ট্রেন স্টেশনে পৌঁছাতে কিছুটা দেরি হয়। তবে শিডিউল ঠিক রাখার জন্য আমরা কাজ করছি।


উইমেনআই২৪ ডটকম//এল//  8.16 pm