১০০ এতিম শিশুর মাঝে ইফতার বিতরণ করল প্রজেক্ট আহার
প্রকাশিতঃ ২৭ এপ্রিল ২০২২
উইমেনআই২৪ প্রতিবেদক: রোটারি ক্লাব অব ঢাকা প্যারাগন ও রোটারেক্ট ক্লাব অব ঢাকা প্যারাগন এর জয়েন্ট প্রজেক্ট ‘আহার’র আয়োজনে ১০০ এতিম শিশুর মাঝে ইফতার বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজধানীর রায়েরবাজারের রাহাবার মাদ্রাসার এতিম শিশুদের ইফতার করানো হয়।

ইফতারের ব্যবস্থাপনায় বাজার থেকে শুরু করে রান্না পর্যন্ত সব কাজই স্বতঃস্ফূর্তভাবে এবং আন্তরিকতার সঙ্গে সম্পূর্ণ করেছেন ক্লাবের সদস্যরা। এতে মিডিয়া পার্টনার হিসেবে অংশ নিয়েছে উইমেনআই২৪ ডটকম।
উইমেনআই২৪//ইউ//২৭-০৪-২০২২//২:৩৪ পিএম//