পুতিনের দুই মেয়ের ওপর এবার নিষেধাজ্ঞা দিল কানাডা
প্রকাশিতঃ ২০ এপ্রিল ২০২২
উইমেনআই ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা (৩৬) ও কাতেরিনা তিখোনোভার (৩৫) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা।
এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পুতিনের দুই মেয়ে ছাড়াও তার ১৪ ঘনিষ্ঠজনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় বলেছে, ইউক্রেনে অবৈধভাবে হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটিতে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব অভিযোগে পুতিনের দুই মেয়েসহ ১৪ জনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন রাশিয়ার অভিজাত ধনী ব্যক্তিও আছেন।
সূত্র: রয়টার্স।।
উইমেনআই২৪ ডটকম//এল// 11.14am