Women Eye
প্রিন্টঃ ২৯ জুন ২০২২, ১২:৩১ পি. এম.
 

প্রবীণ সাংবাদিক মোস্তফার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিতঃ ১৫ এপ্রিল ২০২২
প্রবীণ সাংবাদিক মোস্তফার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

উইমেনআই২৪ প্রতিবেদক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল পাশার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৫ এপ্রিল) এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান শেখ হাসিনা।

এর আগে সকাল ১০টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ৭০ বছর বয়সে মারা যান সাংবাদিক মোস্তফা কামাল পাশা। মৃত্যুকালে ৩ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মোস্তফা কামাল পাশা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে ১৯৫২ সালে মীর বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের একজন সক্রিয় কর্মী ছিলেন।

১৯৮২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক আজাদীতে কর্মজীবন শুরু করেন মোস্তফা কামাল পাশা। তার প্রকাশিত গল্পগ্রন্থ- ঠিকানা লাশকাটা ঘর (বড়দের), ভয় নেই আমরা আছি (ছোটদের)। প্রকাশিত উপন্যাস- নীল বিষের ছোঁয়া, চন্দ্রিমা, উড়ুক্কু পোকামাকড়।

উইমেনআই২৪ডটকম/জে//১৫-০৪-২০২২//০২.৪২ পি এম