সারাদেশে ট্রেন চলাচল ফের শুরু
প্রকাশিতঃ ১৩ এপ্রিল ২০২২
উইমেনআই২৪ প্রতিবেদক: রেলের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় ফের সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বুধবার রানিং স্টাফদের পুরনো নিয়মে ভাতা ও পেনশন সুবিধা বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর কাজে ফেরার কথা জানান চালক-কর্মীরা।
বেতন-ভাতা (মাইলেজ) সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় সারাদেশে ধর্মঘটের ডাক দেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। ফলে বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনসহ সারাদেশের অন্যান্য স্টেশন থেকে ট্রেন চলা বন্ধ হয়ে যায়। হঠাৎ ধর্মঘটে বিপাকে পড়েন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।
মন্ত্রীর আশ্বাসে কর্মসূচি স্থগিত করে আন্দোলনরত রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ।
উইমেনআই২৪ডটকম/জে//১৩-০৪-২০২২//০১.১৩ পি এম