Women Eye
প্রিন্টঃ ১৩ এপ্রিল ২০২১, ০৪:২১ পি. এম.
 

দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা মারা গেছেন

প্রকাশিতঃ ১৭ ফেব্রুয়ারী ২০২১
দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা মারা গেছেন

উইমেন আই২৪ ডেস্ক: প্রযুক্তি প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন।

লুনা শামসুদ্দোহা বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং জনতা ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান ছিলেন।

ডিজিটাল বাংলাদেশের একজন একনিষ্ট কর্মী হিসেবে তিনি প্রথম থেকেই নিরলসভাবে যুক্ত ছিলেন। সরকারের E-GP System সহ আরো অন্যান্য প্রকল্পে তিনি ছিলেন।

দেশের অর্থনীতিতে অবদানের জন্য তিনি ২০১৭ সালে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড পান এবং একজন নারী উদ্যোক্তা হিসাবে স্থানীয় সফটওয়্যার শিল্পে কাজের জন্য অনন্যা টপ টেন অ্যাওয়ার্ডে ভূষিত হন।