ডা. ফওজিয়া মহিলা পরিষদের সভাপতি নির্বাচিত
প্রকাশিতঃ ০৭ ফেব্রুয়ারী ২০২১
উইমেনআই২৪ ডেস্ক: বাংলাদেশ মহিলা পরিষদের অন্যতম সহ-সভাপতি ডা. ফওজিয়া মোসলেম সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রয়াত সভাপতি আয়শা খানমের শূন্যপদে সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
রবিবার বাংলাদেশ মহিলা পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির অনলাইন সভায় প্রয়াত সভাপতি আয়শা খানমের শূন্যপদে সর্বসম্মতিক্রমে অন্যতম সহ-সভাপতি ডা. ফওজিয়া মোসলেমকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়েছে।