Women Eye
প্রিন্টঃ ১৬ এপ্রিল ২০২১, ০৫:১৫ এ. এম.
 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএফইউজে’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিতঃ ২৯ জানুয়ারী ২০২১
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএফইউজে’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা নিবেদন

উইমেনআই২৪ ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শুক্রবার শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ।

শুক্রবার সংগঠনটির নির্বাহী পরিষদের সদস্য নূরে জান্নাত আখতার সীমার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বিএফইউজে’র সভাপতি এক নোটিশের মাধ্যমে আবদুল মজিদকে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন।

শুক্রবার শ্রদ্ধা নিবেদনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, সিনিয়র সাংবাদিক সুভাষ চন্দ্র বাদল, ওবায়দুল হক খান, হেমায়েত হোসেন, মোশারফ হোসেন ‍ও জাহাঙ্গীর খান বাবু প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার সংগঠনটির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেন শাবান মাহমুদ। পরের দিন বুধবার মিনিস্টার (প্রেস) পদে যোগ দিতে নয়াদিল্লি চলে যান মহাসচিব শাবান মাহমুদ।