Women Eye
প্রিন্টঃ ১৯ এপ্রিল ২০২১, ০৫:৫৮ এ. এম.
 

চসিক নির্বাচনে ৫২ কেন্দ্রের ফলাফলে নৌকা এগিয়ে

প্রকাশিতঃ ২৭ জানুয়ারী ২০২১
চসিক নির্বাচনে ৫২ কেন্দ্রের ফলাফলে নৌকা এগিয়ে

উইমেনআই২৪ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোট গ্রহণ শেষে ভোট গণনা চলছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫২ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী এগিয়ে আছেন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৩৫টি।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে স্থাপিত চসিক নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে।

চসিক নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ৫২ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীক পেয়েছে ১৬৯৬৬ ভোট, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের ধানের শীষ প্রতীক পেয়েছে ২ হাজার ১৭৫ ভোট, মো. জান্নাতুল ইসলামের হাতপাখা প্রতীক পেয়েছে দুইশ ভোট, খোকন চৌধুরীর হাতি মার্কা পেয়েছে ৩৮ ভোট, মো. ওয়াহেদ মুরাদের চেয়ার প্রতীক পেয়েছে ৩০ ভোট, এমএ মতীনের মোমবাতি প্রতীক পেয়েছে ৫৫ ভোট এবং আবুল মনসুরের আম প্রতীক পেয়েছে ২৫৮ ভোট।

এর আগে, আজ সকাল ৮টায় শুরু হওয়া নির্বাচন বিকাল ৪টায় শেষ হয়। নির্বাচনে একজনের মৃত্যু, এক মেয়র প্রার্থী ও এক কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন, ইভিএম মেশিন ভাঙচুর এবং বিভিন্নস্থানে সংঘর্ষের ঘটনা ঘটে।