Women Eye
প্রিন্টঃ ১৬ এপ্রিল ২০২১, ০৬:১৮ এ. এম.
 

‘লেখক হিসেবে দায়বদ্ধতা বেড়ে গেল’

প্রকাশিতঃ ২৫ জানুয়ারী ২০২১
‘লেখক হিসেবে দায়বদ্ধতা বেড়ে গেল’

উইমেনআই২৪ ডেস্ক: স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনয় শিল্পী ফেরদৌসী মজুমদার এবার লেখক হিসেবে পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কার। আত্মজীবনী-স্মৃতিকথা-ভ্রমণকাহিনী শাখায় তাকে দেওয়া হচ্ছে এই সম্মাননা।

সোমবার বাংলা একাডেমি ঘোষিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ প্রাপ্ত দশ লেখকের তালিকায় তার নামও ঘোষণা করা হয়।

বাংলা একাডেমি লেখক পুরস্কারের জন্য নির্বাচিত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করে ফেরদৌসী মজুমদার বলেন, ‘আমি একটু অবাক হয়েছি। আমার কাছে এটা অপ্রত্যাশিত ছিল। তবে, আমরা খুব আনন্দ হচ্ছে। প্রথমে ভেবেছি কোথাও ভুলটুল হলো নাকি! তারপর সত্যিটা জানার পর ভালোই লাগছে।’

ফেরদৌসী মজুমদার আরও বলেন, ‘লেখক হিসেবে দায়বদ্ধতা বেড়ে গেল। আরও লিখতে হবে আমাকে। আমি তো শিল্পী মানুষ। সবসময় লিখি না। যখন খুশি লিখি তা আমার মতো করে। কখনো দুঃখবোধ থেকে লিখি, কখনো প্রচণ্ড আনন্দ থেকে লিখি, কখনো কোনো কিছু মনে দাগ কেটে গেলে লিখি।’

ফেরদৌসী মজুমদারের প্রথম লেখা বইয়ের নাম ‘মনে পড়ে’। তিনি অভিনয়ের সঙ্গে জড়িত আছেন পাঁচ দশক ধরে। সংশপ্তক নাটকে হুরমতি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এখনো মঞ্চে অভিনয়ে সরব তিনি। দ্য ডেইলি স্টার