ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১০ ফেব্রুয়ারি ২০২৫

English

রাজনীতি

দেশ ও জাতির জন্য জাতীয় পার্টি অপরিহার্য: রওশন এরশাদ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

দেশ ও জাতির জন্য জাতীয় পার্টি অপরিহার্য: রওশন এরশাদ

ছবি: রওশন এরশাদ

জাতীয় পার্টি চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) গুলশানে নিজ বাসভবেন সংবাদ সম্মেলন করেন তিনি।

রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এ বিপর্যয় থেকে উত্তরণ এবং পার্টিকে সুসংগঠিত করার লক্ষ্যে নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করি।’

তিনি বলেন, ‘আমার দুপাশে বাংলাদেশের রাজনীতির দুই দিকপাল কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা রয়েছেন। তারা জাতীয় পার্টি (জাপা) প্রতিষ্ঠার জন্য অনন্যভূমিকা পালন করেন। জাতীয় পার্টির জন্য তারা জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। হুসেইন মুহম্মদ এরশাদ এবং আমার পাশে তারা সবসময়ই ছিলেন এবং এখনও আছেন।’
 
রওশন বলেন, ‘পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে আমি আগামী ৯ মার্চ পার্টির দশম জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষণা দিয়েছি। কাজী ফিরোজ রশীদ এবং সৈয়দ আবু হোসেন বাবলাসহ পার্টির প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ এবং এরশাদভক্ত সর্বস্তরের অগণিত নেতাকর্মী আমার পাশে দাঁড়িয়েছেন। আমরা সবাই মিলে সুন্দর একটি জাতীয় সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে আবার প্রাণশক্তি ফিরিয়ে আনতে চাই। কারণ, দেশ ও জাতির জন্য জাতীয় পার্টির প্রয়োজনীয়তা এখনও অপরিহার্য।’

তিনি বলেন, ‘আমরা দেশে সুষ্ঠু গণতন্ত্র এবং অর্থনৈতিক ভিত শক্তিশালী করার জন্য সংগ্রাম করে যাচ্ছি। একটি রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার প্রধান ক্ষেত্র হচ্ছে সময়মতো পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠান। জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমরা জাতীয় সম্মেলন অনুষ্ঠানের যে ঘোষণা দয়েছি, সেই সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করেছি।’

ইউ

ড. ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন: ফখরুল

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: রিজওয়ানা 

ড. মনিরুজ্জামান ছিলেন আধুনিক চিন্তাধারার বিজ্ঞানমনস্ক একজন মানুষ

প্রতিটি শিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান

গাজা কিনে নিতে চান ট্রাম্প

সরকারে বসে রাজনৈতিক দল গঠনের বিষয়ে মান্নার মন্তব্য

জানুয়ারিতে দুর্ঘটনায় প্রাণহানি ৭৫৪

দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৪.২২ শতাংশ

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা

শাহবাগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ

পরিবেশবান্ধব ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলুন: রিজওয়ানা

হোয়াটসঅ্যাপে সাইবার হামলা, টার্গেটে ২৪ দেশ

সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকারের গৃহীত উদ্যোগ

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি

বুটের ডালের হালুয়া রেসিপি