ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২৪ অক্টোবর ২০২৫

English

রাজনীতি

রাজনীতিতে বেপরোয়া ফখরুলরা: কাদের

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

রাজনীতিতে বেপরোয়া ফখরুলরা: কাদের

ছবি সংগৃহীত

মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের বেপরোয়া গাড়ির চালকের মতো রাজনীতিতে বেপরোয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘নির্বাচন সামনে রেখে বিএনপি অনেক বেপরোয়া উক্তি করেছে। নির্বাচনের আগে জনগণের জানমাল রক্ষার নামে তাদের বিভিন্ন কর্মসূচি পরেও সচেষ্ট থাকবে।’

দেশে বিএনপির চেয়ে বড় উগ্রবাদী আর কেউ নেই মন্তব্য করে তিনি বলেন, ‘তারা (বিএনপি) বার বার ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায়। তাদের কথা মতো না চললে উগ্রবাদী আচরণ শুরু করে।’

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যাদের হাতে রক্তের দাগ, যারা দেশে অপরাজনীতি শুরু করেছে, যারা নিজেরা যেসব অভিযোগে অভিযুক্ত, সেই অভিযোগ আওয়ামী লীগের ওপর চাপাতে চায়। তারা কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করেছে, একুশে আগস্ট গ্রেনেড হামলা করে প্রকাশ্যে নেত্রীকে প্রাইম টার্গেট করে হত্যার চেষ্টাসহ অনেক হত্যা সংঘটিত করেছে।’ 

‘আওয়ামী লীগ হত্যার রাজনীতি শুরু করেছে’ মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, তিনি (ফখরুল) এমন তথ্য কোথা থেকে পেলেন। গুম-খুনের সঙ্গে বিএনপি জড়িত। তারা নিজেদের লোককে গুম করে, হত্যা করে এখন সেই দায় আওয়ামী লীগের ওপর দিতে চায়। সালাউদ্দিন, ফরহাদ মাজহারদের গুমের নাটকও দেশের মানুষ দেখেছে।

প্রকৃত ঘটনা আড়াল করার জন্য বিএনপি অপকৌশল শুরু করেছে মন্তব্য করে কাদের বলেন, ফখরুলরা জেল থেকে বেরিয়ে একই নাটকের পুনরাবৃত্তি করছে। তারা নাকি ঘুরে দাঁড়াবে! কবে ঘুরে দাঁড়াবে, তাদের চৌকস কথার ফুলঝুরি অনেক শুনেছি।

বিএনপির হাতে এখন কোনো ইস্যু নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা এখন জনগণের কাছে নিজেদেরই ছোট করছে। তারা গায়ে পড়ে ইস্যু তৈরি করছে। নির্বাচন হয়ে গেছে, দেশে কোনো খারাপ পরিস্থিতি নেই। তারা বলেছিল এই সরকার টিকবে না, এসব কথা মূলত নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য।  

বিএনপি বলে, আমদের প্রধানমন্ত্রী নাকি নির্বাচিত নন, তাহলে তিনি জার্মানির আন্তর্জাতিক সিকিউরিটি কাউন্সিলে নিমন্ত্রণ পান কীভাবে? এটা আমাদের দেশের গৌরব; যোগ করেন কাদের। 

মিয়ানমারে বিষয়ে ইন্টেলিজেন্স ডিপ্লোম্যাসি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে তাদের সব পক্ষের গতিবিধি লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রয়োজনীয়তা বিবেচনায় সংরক্ষিত নারী আসনে অনেক পুরনো সদস্যদের রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংসদে ৩৬ জন নতুন সংরক্ষিত সদস্য রাখা হয়েছে। 

ইউ

দেড় বছর পর সিরিজ জিতল বাংলাদেশ

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৮৬ হাজার টাকা জরিমানা

বাড়ল স্বর্ণের দাম

ফিরলো ‘না ভোট’, বাতিল হলো ইভিএম

ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় জানানো হবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস

ব্রাহ্মণবাড়িয়া ২ গোষ্ঠীর সংঘর্ষে ৩০ জন আহত

বলগেট উদ্ধার: চেইন ছিঁড়ে ২ শ্রমিকের অঙ্গহানি

গ্লেনরিচ স্কুলে নতুন প্লেগ্রাউন্ড অ্যাক্টিভিটি কারিকুলাম চালু

নির্বাচন পরেও থামবে না জুলাই বিপ্লব: মাহমুদুর রহমান

মানসিক সংস্কার না হলে অর্জন হাতছাড়া: সালাহউদ্দিন

উৎসবমুখর নির্বাচন করতে সব দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রবাসী করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা সহজ করল এনবিআর

অবশেষে কমলো রুপার দাম

সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নতুন কঠোর নির্দেশনা