ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান (ছবি সংগৃহীত)
আর স্লোগান নয়, এবার বিএনপি অ্যাকশনে দাবি আদায় করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ভোট বর্জনের আন্দোলন সফল হয়েছে দাবি করে এই নেতা বলেন, সামনে আন্দোলনের নতুন গতি এনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জিয়া প্রজন্ম দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।
সরকার ভয় পেয়ে সিনিয়র নেতাদের মুক্তি দিচ্ছে না অভিযোগ করে সেলিমা বলেন, বিএনপি ফিনিক্স পাখি, যতোবার মারবে, ততোবার জীবিত হবে। তাই বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে।
জনগণের ভোটে নয়, এই সরকার পাশের দেশের সহায়তায় ক্ষমতায় আছে মন্তব্য করে তিনি বলেন, এই অনির্বাচিত সরকার সারাদেশে লুটতরাজ অব্যাহত রেখেছে। যার প্রভাব আজ অর্থনীতিতে পড়েছে। বাজার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আর এসব সিন্ডিকেটের হোতা সরকার দলীয় লোক। তাই সরকার সব দেখেও না দেখার ভান করছে।
কারাবন্দি বিএনপির ১৩ নেতাকর্মী মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিটকারাবন্দি বিএনপির ১৩ নেতাকর্মী মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিট
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আবদুল্লাহ আল নোমান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউ