
,ফাইল ছবি
জাতীয় পার্টিতে দেবর-ভাবীর পার্টিগত দ্বন্দের অবসান হয়ে ও হচ্ছে না। দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে তা আরো স্পষ্ট হয়ে উঠেছে! যতোটা সিদ্ধান্তে এগিয়ে রওশন এরশাদ ততোধিকই পিছিয়ে জি এম কাদের দলীয় একাধিক সুত্রে জানা গেছে।
বিশ্বস্ত একাধিক দলীয় সুত্রে আরো জানাগেছে, জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক জাতীয় সংসদের বিরোধী দলীয় সংসদ নেতা সাবেক ফাস্ট লেডি বেগম রওশন এরশাদ আজ সোমবার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর সঙ্গে নয় তিনি পৃথকভাবে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি করবেন!
নতুন এই সিদ্ধান্ত হলো, দলের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, বেগম রওশনের এরশাদ পন্থি নেতারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পৃথকভাবে মনোনয়ন ফরম বিক্রির পরিকল্পনা করেছে। কারণ রওশন এরশাদের সঙ্গে দলের সাবেক এমপি ও সিনিয়র কো-চেয়ারম্যান রয়েছে। মনোনয়ন দেওয়াসহ নির্বাচন পরিচালনা বেগম রওশন এরশাদের নেতৃত্বেই তারা পরিচালনা করতে চাচ্ছেন। এসব ক্ষেত্রে জি এম কাদেরকে তারা রাখতে চাচ্ছেন না।
অপর একটি বিশেষ সুত্রে আরো জানাগেছে, এসবেরও অবসান ঘটলে ঘটতেও পারে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎতের মধ্যদিয়ে। তবে নিশ্চিত নয়। জি এম কাদেরকে বাদ দিয়েই নির্বাচনের পরিকল্পনা প্রায় চুড়ান্ত করে ফেলেছেন বলে জানা গেছে বিশেষ একটি সূত্রে। রওশন এরশাদ এবং তার অনুসারিরা দ্বাদশ নির্বাচনের মধ্যে দিয়েই জি এম কাদেরকে মোকাবেলা করতে চাইছেন এমনটাই দলীয় কয়েকটি সূত্রে জানাগেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রওশনপন্থি কয়েকজন নেতা জানিয়েছেন, বেগম রওশন এরশাদ আপ্রাণ চেষ্টা করেছেন, জি এম কাদের এর সঙ্গে বসে একটি সমঝোতার মাধ্যমে মনোনয়ন দেওয়ার। কিন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান সারা দেন নাই! ওই নেতা আরো বলেছেন, এখনও সময় রয়েছে সমঝোতার ।
জাতীয় পর্টির বর্ষিয়ান নেতাদের সূত্রে জানাগেছে, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ আজ সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। তবে এই সাক্ষাৎ কোনো কারণে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত না হলে, আগামীকাল যেকোনো সময় হতে পারে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই বেগম রওশন এরশাদ আলাদা ভাবে দ্বাদশ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিতরণের সিদ্ধান্ত নিবেন।
এদিকে জাতীয় পার্টি জি এম কাদের অনুসারীদের অনেকেই ইতিমধ্যে মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় সাবেক মন্ত্রী এমপিসহ সিনিয়র নেতারা বেগম রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ অব্যাহত রেখেছেন। এদিকে, সব দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আজ সোমবার (২০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি করে দিয়েছেন। ফরম বিক্রি চলবে ২১ নভেম্বর, যার দাম নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা। সেই সঙ্গে আজ ফরম বিক্রিও করেছেন, জাতীয় পার্টির ৫৫৭টি ।
//এল//