ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, আশ্বিন ১২ ১৪৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৩

English

রাজনীতি

‘সরকারকে আরেকটু ধাক্কা দিলেই পড়ে যাবে’

উইমেনআই২৪ প্রতিবেদক:

প্রকাশিত: ১৯:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২৩

‘সরকারকে আরেকটু ধাক্কা দিলেই পড়ে যাবে’

‘সরকারকে আরেকটু ধাক্কা দিলেই পড়ে যাবে’-------------- ছবি: সংগৃহীত

গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সরকারকে আরেকটু ধাক্কা দিলেই তারা পড়ে যাবে। ওদের ভয় দেখানোর অস্ত্রটা ভোঁতা করে দিতে হবে। আওয়ামী লীগ সরকারের পালানোর সব ব্যবস্থা তৈরি হয়ে আছে। এখন সময়ের অপেক্ষা মাত্র।

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মঙ্গলবার এক সমাবেশে জোনায়েদ সাকি এ কথা বলেন।

অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি ও সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ ও গণমিছিল কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে টিকাটুলী মোড় পর্যন্ত গণমিছিল করেন মঞ্চের নেতাকর্মীরা।

গণমিছিল–পূর্ব সমাবেশে জোনায়েদ সাকি আরও বলেন, চলমান কর্মসূচির ধারাবাহিকতায় অক্টোবরে আন্দোলন আরও উত্তাল হবে। সরকার যদি তফসিল ঘোষণার চেষ্টা করে, একতরফা নির্বাচন করার চেষ্টা করে, জনগণ রাজপথে নেমে গলায় গামছা বেঁধে তাদের ক্ষমতা থেকে নামাবে। 

মঞ্চের নেতা–কর্মীদের উদ্দেশে জোনায়েদ সাকি বলেন, সেই প্রস্তুতি গ্রহণ করা দরকার। আপনি যখন আর ভয় পাবেন না, তখন ওদের অস্ত্র ভোঁতা হয়ে যাবে। তাই রাজপথে নামুন। সরকারকে আমাদের সমুচিত জবাব দিতে হবে। আমরা জবাব দিলেই তারা ক্ষমতা থেকে পালিয়ে যাবে।

বিএনপির নেতা-কর্মীদের দ্রুত সাজা দিতে সরকার রাত ৮টা পর্যন্ত বিচার বিভাগকে ব্যস্ত রাখছে বলেও অভিযোগ করেন জোনায়েদ সাকি। 

জোনায়েদ সাকি বলেন, তারা নানানভাবে সাক্ষী নিয়ে এসে দ্রুতবিচার করে বিএনপির নেতাদের একে একে জেলে ভরার ব্যবস্থা করছে। কেবল বিএনপি নয়, মানবাধিকার সংগঠনগুলোকেও তারা ছাড় দিচ্ছে না। এ সরকার এতটাই ভয় পেয়েছে যে তারা এখন গণতন্ত্র মঞ্চকেও ছাড় দিচ্ছে না। গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের ওপরও হামলা শুরু করেছে।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যে সরকার ক্ষুদ্র প্রাণী ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকার কিভাবে দেশ চালাবে। তারা বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। এত বছর ধরে জেনে এসেছি ডিমসহ কয়েকটি পণ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। কী দুর্ভাগ্য, এখন ডিম ভারত থেকে আমদানি করতে হচ্ছে।

সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে একতরফা নির্বাচন আর হবে না। বুকের রক্ত দিয়ে হলেও একতরফা নির্বাচন প্রতিহত করা হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ বলেন, অতীতের স্বৈরশাসকেরা যেভাবে পালিয়েছে, জনরোষে পড়েছে, আপনাদেরও (আওয়ামী লীগ) বাঁচার সুযোগ নেই।

সমাবেশে আরও বক্তব্য দেন- নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন। উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

প্রসঙ্গত, সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে রয়েছে গণতন্ত্র মঞ্চ। গত বছরের আগস্টে সাতদলীয় জোটের গণতন্ত্র মঞ্চ আত্মপ্রকাশ করেছিল। পরে এই জোট থেকে বের হয়ে যায় গণঅধিকার পরিষদ। বর্তমানে ছয়টি দল এই জোটে রয়েছে। জোটভুক্ত দলগুলো হলো- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

//জ//

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

‘গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের স্যাংশন বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ’

বিক্রি হয়ে গেল মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক হ্যাট’

শপথ নিলেন এমপি সিদ্দিকুর রহমান

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

এনজিও ’আশা’য় চাকরি 

বিএনপির হাঁকডাক খালি কলসি বেশি বাজার মতো: তথ্যমন্ত্রী

একসঙ্গে নিজের হাত কাটলেন ১৪ স্কুলছাত্রী

জবির বিবাহিত-অন্তঃসত্ত্বা ছাত্রীদের পক্ষে ভিসিকে লিগ্যাল নোটিশ

৮ মাসে ধর্ষণের শিকার ৪৯৩ কন্যাশিশু

দিনের শেষে ভিসানীতিতে যুক্তরাষ্ট্রই লজ্জিত হবে: সাবেক বিচারপতি

হেলান দিয়ে ফোন চাপলেই পুরস্কার ৯০ হাজার টাকা!

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার ভুয়া তালিকা সামাজিক মাধ্যমে

নতুন ১৫ ডেঙ্গুরোগীর মৃত্যু

সাইবার স্পেসে সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সেমিনার

SBACBank