
ছবি: গণতন্ত্র মঞ্চের মত বিনিময় সভাকালে...
ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ও শাসনব্যবস্থা বদলের রূপরেখা নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে গণতন্ত্র মঞ্চের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুনাগরিকের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। মানুষের ভোটাধিকার এবং গণতান্ত্রিক ব্যবস্থা রূপ দেওয়াই গণতন্ত্র মঞ্চের মূল লক্ষ্য বলে আলোচনা সভায় দাবি করা হয়।
গণতন্ত্র মঞ্চের বক্তারা বলেন, জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে সরকার ও সরকারি দল রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দিক দিয়ে দেশকে ভয়ঙ্কর বিপদ ও গভীর অনিশ্চয়তায় দিকে ঠেলে দিয়েছে।
আলোচনা সভায় উপস্থিত সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতি নিয়ে কাজ করলেও তিনি একজন নির্দলীয় ব্যক্তি।
তিনি বলেন, ‘রপ্তানি বৃদ্ধির জন্য দেশের উন্নয়ন হচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে না। আর দেশের উন্নয়ন হচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে না বলেই দেশ আজ ধ্বংসের মুখে। শুধু একটি সুষ্ঠু নির্বাচনই পারে একটি গণতান্ত্রিক দেশ গড়তে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এতে সভাপতিত্ব করেন।
ইউ