
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সকল জনগোষ্ঠীর মর্যাদা সমুন্নত রাখতে একটি অন্তর্ভুক্তিমূলক সংবিধান প্রণয়নের ঘোষণা দিয়েছেন। রোববার রাঙামাটিতে এনসিপির জুলাই পদযাত্রায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মূল বক্তব্য:
-
৭২-এর সংবিধানের সমালোচনা: নাহিদ মুজিববাদী সংবিধানে "বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীকে বাদ দেওয়া" এবং "ধর্মনিরপেক্ষতার আড়ালে ধর্মীয় বিভেদ" তৈরি করার অভিযোগ তোলেন।
-
নতুন সংবিধানের রূপরেখা: "সকল ধর্ম, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর সমমর্যাদা নিশ্চিত করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সংবিধান পুনর্লিখন জরুরি," বলেছেন তিনি।
-
পার্বত্য অঞ্চলের প্রসঙ্গ: গত ৫০ বছরে রাষ্ট্রীয় বিভাজনের শিকার হিসেবে পার্বত্য চট্টগ্রামকে উল্লেখ করে তিনি বলেন, "এখানকার অশান্তি থেকে কেউ যেন আর রাজনৈতিক সুবিধা না নেয়।"
ঐক্যের ডাক:
নাহিদ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সম্প্রীতি ও সমঝোতার আহ্বান জানিয়ে বলেন, "পুরোনো সংঘাতের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সম্প্রদায়গত সমস্যা আমরা নিজেরাই সমাধান করব।"
ইউ