ছবি সংগৃহীত
অন্তবর্তী সরকারের প্রতি জনগণের এখনও কোনো অসন্তোষ না থাকলেও গত দুই মাসে কিছুই সংস্কার করতে পারেনি বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, জনপ্রতিনিধি ছাড়া জনগণ সংস্কার চায়। তাই জনপ্রতিনিধিরাই ঠিক করবে সংবিধান কতোটা সংশোধনের দরকার। সংস্কারের নামে অহেতুক সময়ক্ষেপণ করা যাবে না।
সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, জনগণের দাবি, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করে রোডম্যাপ দিতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করলেই জনগণ বুঝতে পারবে এই অন্তর্বর্তী সরকার ওয়ান ইলেভেনের সরকার নয়।
আওয়ামী লীগকে আবারো রাজনীতি করতে দিলে দেশ পিছিয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা খুব দূরে নয়। অনেক কাছে। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
ফারুক বলেন, কোনো চক্র যেন সরকারকে ১/১১ সরকারের ভূমিকা নিতে না পারে সেজন্য সর্তক থাকতে হবে। সেনাবাহিনী মাঠে থাকার পরও এখনও তেমন অস্ত্র উদ্ধার হয়নি বলেও মন্তব্য করেন তিনি।