ফাইল ছবি
বর্তমানে মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত ভাবতে পারেন না অনেকে। কেউ কেউ তো খাওয়া-দাওয়া ভুলে যান স্মার্টফোনে সময় দিতে গিয়ে। তবে সম্প্রতি মোবাইল ফোনে আসক্তির এক চূড়ান্ত দৃষ্টান্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায় টানা ফোনালাপে মগ্ন এক মা খাবারের বদলে কোলের সন্তানকেই রেফ্রিজারেটরে ভরে রাখেন! তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন শিশুটির বাবা। সন্তান কোথায়, জানতে চান স্ত্রীর কাছে। এরপর আশপাশে খুঁজতে শুরু করেন। শেষ পর্যন্ত কান্নার শব্দ অনুসরণ করে ফ্রিজের ভেতর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্রাইম রিপোর্টস ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই ঘটনার ভিডিও শেয়ার করা হয়। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। ওই মায়ের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অনেক নেটিজেন।
এদিকে ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন, সচেতনতার বার্তা দিলেও ভাইরাল হতে এমন কাণ্ড করে থাকতে পারেন ওই দম্পতি।
//এল//