স্বর শুনেই ডায়াবেটিস শনাক্ত!
গলার স্বর শুনেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বলে দেওয়া সম্ভব, যে শরীরে ডায়াবিটিস বাসা বেঁধেছে কি না।
সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে, দু সপ্তাহ ধরে দিনে ছ’বার মোট ২৬৭ জনের গলার স্বর রেকর্ড করা হয়। রোবট চিকিৎসক ১০ সেকেন্ড স্বরের রেকর্ড শুনেই ডায়াবিটিসদের চিহ্নিত করছে।
মায়ো ক্লিনিকের ‘ডিজিট্যাল হেলথ’ পত্রিকায় সমীক্ষাটি প্রকাশিত হয়েছে। সমীক্ষার আয়োজক কমিটিতে থাকা গবেষক ইয়ান ফোসাট জানান, স্বর শুনে ডায়াবিটিস চিহ্নিত করার এই প্রযুক্তি নবজাগরণের মতো।
//এল//