
হেলান দিয়ে ফোন চাপলেই পুরস্কার ৯০ হাজার টাকা!
আমাদের চারপাশে রয়েছে কত বিচিত্র লোকজন। এদের মধ্যে সারা দিন শুয়ে বসে থাকার মতো লোকের সংখ্যাও কম নয়। আর এভাবে করে যদি টাকা পাওয়া যায় তাহলে তো কথাই নেই। অবসরের মধ্যে টাকা কামাইয়ের এমন অদ্ভুত এক প্রতিযোগিতার আয়োজন করেছে মন্টিনিগ্রো।
জানা গেছে, দীর্ঘ ১২ বছর ধরে অলসদের নিয়ে এমন প্রতিযোগিতার আয়োজন করছে মন্টিনিগ্রোর ব্রেজনা অঞ্চল। যেখানে শুয়ে বসে থেকেই কামায় করা যাবে ৯০ হাজার টাকা। আর প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘ফেস্টিভ্যাল অফ লেজ়িনেস’।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এ প্রতিযোগিতার বিষয় হলো কে কতক্ষণ হেলান দিয়ে বসে থাকতে পারেন। এখানে অংশ নিয়ে চাইলে হেলান দিয়ে ঘুমানোও যাবে। তবে কোনো কাজ করা যাবে না। ফোন চাপাচাপিতেও নেই কোনো বাধানিষেধ। চলতি বছরের ২১ আগস্ট এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে এখনও চার প্রতিযোগী টিকে রয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে বাদ পড়েছেন ১৮ জন।
প্রতিযোগিতার অংশ হিসেবে এসব প্রতিযোগীরা পর্দা টানানো একটি ঘরে রয়েছেন। যেখানে প্রতিদিন আট ঘণ্টা বসে থাকতে হয় প্রতিযোগীদের। এ ছাড়া ফোন ব্যবহার ও বই পড়ার সুবিধা রয়েছে। এখন এ প্রতিযোগিতায় আট ঘণ্টা বসে থাকতে হলেও আগে ২৪ ঘণ্টা বসে থাকা লাগত।
অলসদের নিয়ে এ অদ্ভুত প্রতিযোগিতায় স্থানীয় বাসিন্দা ছাড়াও সার্বিয়া, রাশিয়া ও ইউক্রেন থেকেও অংশগ্রহণকারীরা যোগ দিয়েছেন। তবে কার হাতে উঠবে সেরা অলসের পুরস্কার, তা জানতে এখনও অপেক্ষা করতে হবে কিছু দিন।
//এল//