ঢাকা, বাংলাদেশ

শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪

English

বিচিত্র

যে শহরে বাস করলে লাখ টাকা পাওয়া যায়!

উইমেনআই২৪ডেস্ক:

প্রকাশিত: ১৯:২৬, ২০ নভেম্বর ২০২২; আপডেট: ১৯:৩০, ২০ নভেম্বর ২০২২

যে শহরে বাস করলে লাখ টাকা পাওয়া যায়!

যে শহরে বসবাস করলে লাখ টাকা পাওয়া যায়!

এমন একটা শহর রয়েছে যেখানে বসবাস শুরু করলে প্রশাসন আপনাকে টাকা দেবে। এক টাকা দুই টাকা না লাখ লাখ টাকা! ভাবছেন তো, কোন দেশের প্রশাসনের এত দরদ? এই প্রশ্নের উত্তর পেতে যেতে হবে ইতালিতে। তবে পুরো ইতালিতে এই সুযোগ পাবেন না, একটি নির্দিষ্ট শহরের জন্য এই সুযোগ ঘোষণা করা হয়েছে।
ইতালির শহর প্রেসিস ও অ্যাকোয়ারিকা-তে অপেক্ষা করছে এই সুযোগ। সেখানকার আকর্ষণীয় অফারটির কথা শুনে আপনার সেখানেই থেকে যাওয়ার ইচ্ছে হতেই পারে। হবে না-ই বা কেন? ইতালির একেবারে দক্ষিণ প্রান্তে উপস্থিত প্রেসিস নামক শহরে বাড়ি কিনে তিন বছরের বেশি থাকলেই প্রশাসনর পক্ষ থেকে পেয়ে যাবেন প্রায় ৩০ হাজার ইউরো! বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লাখ।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এই আকর্ষণীয় সুযোগটি দিলে সেই শহরের জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রোধ করা সম্ভব হবে, এমনটাই আশা সেখানকার প্রশাসনের। তবে শর্ত হচ্ছে, সেই শহরে যারা বাড়ি কিনবেন, তাদের বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না। আর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য শহরে একটি নতুন ব্যবসা শুরু করতে হবে। এছাড়া, যেই বাড়িটি কিনবেন, তা ১৯৯১ সালের আগে তৈরি হতে হবে।

প্রসাশনের পক্ষ থেকে এই টাকা দুই ভাগে দেওয়া হবে। প্রথম ভাগটা দেওয়া হবে বাড়ি কেনার সময়ে আর শেষ ভাগটা দেওয়া হবে বাড়়িতে যদি কোনো মেরামতের কাজের প্রয়োজন হয়, সেই সময়ে। ২০১৯ সালে প্রেসিস ও অ্যাকোয়ারিকা নামে দুই শহর একসঙ্গে যোগ করা হয়। শহরগুলোর আর্থিক পরিস্থিতির উন্নতির জন্যই করা হয় এই পরিকল্পনা। দুই শহরের মোট জনসংখ্যা মাত্র ৯হাজার।

শুধু এটাই নয়, এই শহরে বসতি স্থাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে আরো বেশ কিছু ‘অফার’। নতুন ব্যবসা শুরু করলে করের উপর বিশেষ ছাড়, সন্তানের জন্ম দিলে বিশেষ বোনাসেরও ব্যবস্থা রয়েছে সেখানে।

//এল//

পালিয়ে আসা ২৮৫ সীমান্তরক্ষীকে ফেরত নিচ্ছে মিয়ানমার

গরম আরও বাড়ার আভাস 

বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী

ইরানে হামলার খবরে বেড়েছে তেল ও স্বর্ণের দাম

পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী

হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু

গরমে কষ্ট হচ্ছে হাসপাতালের বাইরে থাকা অসুস্থ শিশুদের

সরিষাবাড়ীতে উজ্জ্বল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম

সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি

কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি 

‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’

কানাডার ভ্যাঙ্কুভারে  বৈশাখী মেলা অনুষ্ঠিত 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট