ঢাকা, বাংলাদেশ

রোববার, , ২০ জুলাই ২০২৫

English

জাতীয়

গোপালগঞ্জে হতাহতের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৩, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১৭:২৪, ১৯ জুলাই ২০২৫

গোপালগঞ্জে হতাহতের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি

ফাইল ছবি

১৬ জুলাই এনসিপির কর্মসূচী পালনকে উপলক্ষ্ করে নানান ধরনের উসকানি এবং হুমকি মূলক বক্তব্য তাদের উপর হামলা এবং পরবর্তী সহিংসতা হয়, যার পরিণতিতে ৫ জন ব্যক্তি নিহতসহ অর্ধশতাধিক আহত হবার ঘটনার নিন্দা এবং সাধারণ নাগরিকদের জান মালের নিরাপত্তা  নিশ্চিত করার দাবি জানিয়েছে ২১ বিশিষ্ট  নাগরিক। 

শনিবার (১৯ জুলাই) এক  বিবৃতি বলা হয়েছে, 'জাতীয় দৈনিক এবং ইলেক্ট্রনিক মাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে আমরা জানতে পেরেছি যে, জাতীয় নাগরিক পার্টি নামের রাজনৈতিক দলের এক কর্মসূচিকে ঘিরে ১৬ জুলাই, ২০২৫ গোপালগঞ্জে তাদের উপর হামলা এবং দিনভর সহিংসতা চলেছে । এই সহিংসতায় ইতিমধ্যে ৫ জন নিহত হবার খবর পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছেন দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (১৮), সোহেল মোল্লা (৪১) ও  ইমন তালুকদার(২৪) ও রমজান মুন্সী (৩২) । আরো অনেকে গুলিবিদ্ধসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন বলে খবরে প্রকাশ। এতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ঘটনার ব্যাপারে আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই। এই ব্যাপারে অবিলম্বে  নিরপেক্ষ ও সুষ্ঠু  তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগীদের জরুরি সেবা এবং ক্ষতিপূরণের দাবিও জানাচ্ছি। 

যতদূর জানা গেছে, রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে একদিন আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ প্রচারনা এবং বিদ্বেষ এবং উত্তেজনা মূলক বক্তব্য চালানো হয়েছিল। জেলা ও স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলি পূর্ব থেকেই বিষয়টি অবহিত ছিলেন বলে সঙ্গত কারনেই আমরা ধরে নিতে পারি। পতিত স্বৈরশাসকদের সহিংস দোসরদের যে ইন্ধন থাকতে পারে তাও তাদের স্পষ্টই জানা থাকার কথা।  কিন্তু কেন এ বিষয়ে তখন থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হলো না তা তদন্তের মাধ্যমে উদঘাটন করতে হবে। ঐদিন সকালে পুলিশের গাড়ীতে আগুন দেয়া হয় এবং গোপালগঞ্জ সদর থানার ইউএনও এর গাড়ী ভাংচুর করা হয়। এসব ঘটনার পরও এনসিপি’র সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। একদল লোক লাঠিসোটা এবং অন্যান্য অস্ত্রে সজ্জিত হয়ে এনসিপির সমাবেশস্থলে হামলা চালায়। ২০০ থেকে ৩০০ লোক  এই হামলায় অংশ নিয়েছিল বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। সে সময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা নির্বিকার ছিল বলেও অভিযোগ উঠেছে।

সহিংসতার তান্ডব চলাকালে এক পর্যায়ে শহরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সাথে স্থানীয় সহিংস অস্ত্রধারী এবং বিক্ষুব্ধ কিছু মানুষের সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে  কয়েকজনের নিহত হবার খবর পাওয়া যায়। হাসপাতাল সূত্রে জানা যায় নিহত ব্যক্তিরা বাদে আরও ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আইন শৃংখলার দায়িত্বে যারা ছিলেন তাদের কর্তব্যে অবহেলা, গুলিবর্ষনের ক্ষমতার অপব্যবহার কিংবা অন্য ধরণের বাড়াবাড়ি হয়েছিল কিণা, তাও তদন্ত করে দেখা প্রয়োজন।

পরিশেষে দোষীদের তদন্তের মাধ্যমে সনাক্ত করে আইন অনুযায়ী শাস্তির পাশাপাশি আমরা গোপালগঞ্জের নারী, শিশু ও বয়স্ক মানুষসহ ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আমরা সরকারকে বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃংখলার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো দায়িত্বশীল এবং জাতিসংঘের মানবাধিকার সনদের মূলনীতি মেনে কর্তব্য সম্পাদনের স্পষ্ট নির্দেশনা দেবার জন্য আহবান জানাই।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন-

১. আনু মোহম্মদ, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২.খুশী কবির, মানবাধিকারকর্মী ও সমন্বয়ক, নিজেরা করি

৩. ড. ইফতেখারুজ্জান, নির্বাহী পরিচালক, টিআই-বি

৪. রাশেদা কে. চৌধুরী, নির্বাহী পরিচালক, গণস্বাক্ষরতা অভিযান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
৫. ব্যারিস্টার সারা হোসেন, অনারারি নির্বাহী পরিচালক, ব্লাস্ট
৬ এড. সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট.

৭.  ড. সুমাইয়া খায়ের, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৮. রোবায়েত ফেরদৌস, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৯. ড. সামিনা লুৎফা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

১০. শামসুল হুদা, নির্বাহী পরিচালক, এএলআরডি

১১. তাসনীম সিরাজ মাহবুব, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় 
১২. জাকির হোসেন, প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ

১৩. মনীন্দ্র কুমার নাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

১৪. রেজাউল করিম চৌধুরী, নির্বাহী পরিচালক, কোস্ট ট্রাস্ট

১৫. পাভেল পার্থ, পরিচালক, বারসিক
১৬.অ্যাডভোকেট সাইদুর রহমান, প্রধান নির্বাহী, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন
১৭. রেজাউর রহমান লেলিন, গবেষক ও মানবাধিকারকর্মী

১৮. অ্যাড. মিনহাজুল হক চৌধুরী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
১৯. মুক্তাশ্রী চাকমা, কোর মেম্বার, সাঙ্গাত
২০. দীপায়ন খিসা, মানবাধিকার কর্মী
২১. হানা শামস আহমেদ, পিএইচডি গবেষক, ইয়র্ক বিশ্ববিদ্যালয়, কানাডা

ইউ

খুলনায় হোটেল থেকে ৫ ব্যক্তির মরদেহ উদ্ধার

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব

লাইনচ্যুত পাহাড়িকা এক্সপ্রেস, চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

তাবলিগ জামাতে গিয়ে যুবকের মৃত্যু

গোপালগঞ্জে প্রাণহানির ঘটনা: এইচআরএফবি এর ২৩ বিশিষ্ট নাগরিকের বিভাগীয় তদন্তের দাবি

ডিজিটাল অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সন্ত্রাসবিরোধী অভিযানে জনসহযোগিতা চাইলেন উপদেষ্টা মাহফুজ

নাসীরুদ্দীনের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি, এনসিপির সভা পণ্ড

জামায়াতের সমাবেশে দাওয়াত পায়নি বিএনপি

দুর্নীতিমুক্ত বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

গোপালগঞ্জে হতাহতের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি

জাতিসংঘ মানবাধিকার মিশন চালু: সরকারের ব্যাখ্যা

নতুন কোনো গডফাদারবাদের উত্থান ঘটতে দেব না: নাহিদ

বিলম্ব না করে দ্রুত নির্বাচনের আহ্বান ফখরুলের