ঢাকা, বাংলাদেশ

রোববার, , ২০ জুলাই ২০২৫

English

জাতীয়

পরিবেশ রক্ষায় বর্তমান প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়তে হবে: রিজওয়ানা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ১৯ জুলাই ২০২৫

পরিবেশ রক্ষায় বর্তমান প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়তে হবে: রিজওয়ানা

ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। পরবর্তী প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার এখনই সবচেয়ে উপযুক্ত সময়।”

তিনি বলেন, “সরকার সব ঠিক করে দেবে—এমন ভ্রান্ত ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে হবে পরিবার থেকেই।”

শনিবার (১৯ জুলাই) রাজধানীর পরিবেশ অধিদপ্তরে (১৯ জুলাই) বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও অন্যান্য পরিবেশবিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “এই প্রতিযোগিতাগুলো শিশুদের মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করেছে। অভিভাবকদের সচেতন অংশগ্রহণই একে সফল করেছে। এই আগ্রহ থেকেই তৈরি হবে পরিবেশ রক্ষার ভবিষ্যৎ নেতৃত্ব।”

উপদেষ্টা বলেন, “প্রকৃতির সঙ্গে শিশুদের বন্ধুত্ব গড়ে তুলতে হবে। গাছ কাটার পরিণাম কিংবা শব্দদূষণের প্রভাব সম্পর্কে তাদের সচেতন করতে হবে ছোটবেলা থেকেই। আইন নয়, মূল্যবোধই হবে পরিবেশ রক্ষার ভিত্তি।”

তিনি আরও বলেন, “পলিথিন ব্যবহার পরিহার, শব্দদূষণ রোধে সচেতনতা, বিদ্যুৎ ও পানির সাশ্রয়ী ব্যবহার—এসব ছোট ছোট অভ্যাসই পরিবেশ শিক্ষার অংশ। সামাজিক অনুষ্ঠানগুলোতেও উচ্চ শব্দের মাধ্যমে অন্যকে কষ্ট না দিয়ে পরিবেশবান্ধব আয়োজনের সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিবেশ প্রতিযোগিতার বিজয়ীদের কাজ প্রদর্শনের মাধ্যমে পরিবেশ শিক্ষায় আরও উৎসাহ সৃষ্টি করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান এনডিসি। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ সোহরাব আলি।

অনুষ্ঠানে উপদেষ্টা পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন, বিতর্ক, রচনা, প্রকল্প প্রস্তাবনা ও মেলার শ্রেষ্ঠ স্টল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ইউ

খুলনায় হোটেল থেকে ৫ ব্যক্তির মরদেহ উদ্ধার

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব

লাইনচ্যুত পাহাড়িকা এক্সপ্রেস, চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

তাবলিগ জামাতে গিয়ে যুবকের মৃত্যু

গোপালগঞ্জে প্রাণহানির ঘটনা: এইচআরএফবি এর ২৩ বিশিষ্ট নাগরিকের বিভাগীয় তদন্তের দাবি

ডিজিটাল অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সন্ত্রাসবিরোধী অভিযানে জনসহযোগিতা চাইলেন উপদেষ্টা মাহফুজ

নাসীরুদ্দীনের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি, এনসিপির সভা পণ্ড

জামায়াতের সমাবেশে দাওয়াত পায়নি বিএনপি

দুর্নীতিমুক্ত বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

গোপালগঞ্জে হতাহতের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি

জাতিসংঘ মানবাধিকার মিশন চালু: সরকারের ব্যাখ্যা

নতুন কোনো গডফাদারবাদের উত্থান ঘটতে দেব না: নাহিদ

বিলম্ব না করে দ্রুত নির্বাচনের আহ্বান ফখরুলের