ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১০ মে ২০২৫

English

জাতীয়

জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি

বর্ষবরণ উৎসবে বিঘ্ন তৈরির প্রতিবাদ উদীচীর

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২১:০১, ১৫ এপ্রিল ২০২৫

বর্ষবরণ উৎসবে বিঘ্ন তৈরির প্রতিবাদ উদীচীর

সংগৃহীত ছবি

চট্টগ্রাম, বরিশাল, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে বাংলা বর্ষবরণ আয়োজনে বিঘ্ন ঘটানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আজ মংগলবার এক বিবৃতিতে বাংলা বর্ষবরণ আয়োজনে বিঘ্ন ঘটানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, দেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসবকে ব্যাহত করার সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

বিবৃতিতে উদীচীর নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের ডিসি হিলে প্রায় অর্ধশতাব্দী ধরে বর্ষবরণ আয়োজন করা হয়। এবছর সেই আয়োজনের অনুমতি দিতে প্রায় দুই মাস ধরে টালবাহানা করে প্রশাসন। আয়োজনের দুই দিন আগে অনুমতি দিলেও সেখানে কী কী গান, কবিতা পরিবেশিত হবে সেই তালিকা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। শুধু তাই নয়, ‘ফ্যাসিস্টের দোসর’ অভিযোগ তুলে উদীচীসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবচেয়ে সক্রিয় প্রায় ২০টি সাংস্কৃতিক সংগঠনকে ডিসি হিলের পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে মঞ্চে তুলতে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। এছাড়া, অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করায় পহেলা বৈশাখের আগের দিন রীতিমতো মিছিল নিয়ে গিয়ে অনুষ্ঠানের মঞ্চ ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস ভাঙচুর করে মৌলবাদীরা। হামলার পরিপ্রেক্ষিতে বর্ষবরণ আয়োজন বন্ধ করতে বাধ্য হন আয়োজকরা। গান, কবিতার তালিকা চাওয়া, যেকোন সংগঠনকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দেয়া শুধুমাত্র সংস্কৃতি চর্চায় বাধা দেয়াই নয়, বরং এগুলো শিল্পীর স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ বলে মনে করে উদীচী। তাই, এধরনের বিকৃত মনমানসিকতার যেসব মানুষ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদেরকে অবিলম্বে বরখাস্তের দাবি জানান উদীচীর নেতৃবৃন্দ। 

এবছর বগুড়াতেও বর্ষবরণ আয়োজনে বাধা দেয়া হয়েছে। উদীচীসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে ‘দিন বদলের মঞ্চ’ ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসন বাধা দেয়। পরে, অনুমতি দিলেও নানাভাবে আয়োজন সীমিত করার অপচেষ্টা চালানো হয়। নববর্ষের দিন অনুষ্ঠানস্থলে গিয়ে গান, আবৃত্তি করা নিয়ে নানা ধরনের ফতোয়া দেয়ার চেষ্টা চালায় মৌলবাদীরা। অথচ, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন বা আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া, বরিশালে উদীচীসহ কয়েকটি সংগঠনের আয়োজনে বৈশাখী মেলাকেও নানাভাবে বাধাগ্রস্ত করা হয়। খোদ রাজধানীতে তথাকথিত তৌহিদি জনতার হুমকির মুখে বাতিল করা হয় নাট্যদল প্রাঙ্গণেমোর প্রযোজিত 'শেষের কবিতা' নাটকের প্রদর্শনী। 

উদীচীর নেতৃবৃন্দ বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অভূতপূর্ব গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিদায় ঘটিয়েছিল ছাত্র-জনতা, ৮ মাস পেরিয়ে গেলেও তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। এখনও বাংলা বর্ষবরণ বা বসন্ত উৎসবের মতো অসাম্প্রদায়িক আয়োজন এবং প্রগতিশীল সংস্কৃতি চর্চার উপর বাধা সৃষ্টি করা হচ্ছে, শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। এসব প্রতিরোধ করতে না পারার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলেও মনে করেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

//এল//

ভারতে জরুরি অবস্থা জারির নির্দেশ

অবশেষে জানা গেল সাংবাদিক শিরিন হত্যাকারীর পরিচয়

‘কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহত’

 ধর্ম দিয়ে বিভাজন করা ঠিক নয়: ফখরুল

আ.লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

ফ্যাসিবাদ নিয়ে হাসনাতের কড়া হুঁশিয়ারি

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

সুন্দরবনে চিত্রা হরিণের ৪২ কেজি মাংস জব্দ

পাখিবান্ধব নগর ও সমাজ গড়ার আহ্বান

নারীবিদ্বেষী প্রতিক্রিয়ায় উদ্বেগ অক্সফামের

‘আ.লীগ সংবিধানকে নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল’

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের আত্মপ্রকাশ

নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী

গরম নিয়ে আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না: সারজিস আলম