ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০৯ জুলাই ২০২৫

English

জাতীয়

রাজধানীতে যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৭, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৩৭, ১৫ এপ্রিল ২০২৫

রাজধানীতে যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা

ছবি সংগৃহীত

রাজধানীর বংশাল এলাকায় বাসায় ঢুকে বিপ্লব গাজী (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত বিপ্লব গাজী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বংশালের সমাজকল্যাণ গলির ৬০/৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় একা থাকতেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় থাকা টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, "ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা চলছে।"

নিহতের ভাই নয়ন আলী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেন, রোববার রাত পৌনে ১০টা থেকে সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা বিপ্লব গাজীকে মাথা, বুক ও থুতনির নিচে ধারালো অস্ত্রের আঘাত করে এবং গলায় লুঙ্গি ও মাল্টিপ্লাগের তার পেঁচিয়ে হত্যা করে।

বিপ্লবের সহকর্মীরা জানান, তিনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। সর্বশেষ রোববার রাত সাড়ে ১১টার দিকে এক সহকর্মীর সঙ্গে তার কথা হয়।

ঘটনার পর পুলিশ জানায়, ঘরটি এলোমেলো অবস্থায় পাওয়া গেছে এবং বাসা থেকে আনুমানিক এক লাখ টাকা, ল্যাপটপ ও কিছু মূল্যবান সামগ্রী খোয়া গেছে। স্থানীয় সূত্রের দাবি, হত্যাকাণ্ডের সময় ধস্তাধস্তির আলামতও ছিল।

তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন, হত্যাকারীরা বিপ্লবের পরিচিত হতে পারে, কারণ বাসায় জোরপূর্বক প্রবেশের চিহ্ন নেই।

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে এবং শিগগিরই প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইউ

সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা নজরদারির নির্দেশ

নোয়াখালীতে ১৯ সেন্টিমিটার পানি বেড়েছে, ভোগান্তি চরমে

সরকার বিনামূল্যে দিচ্ছে ১ জিবি ইন্টারনেট

ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০৬

গুম কমিশনে ২০০ নিখোঁজ ব্যক্তির তালিকা জমা

২ হাজার ৯৪ যৌনকর্মীকে সরকারি তহবিল থেকে বরাদ্দ  

ত্রিদেশীয় সম্পর্কে ভারতের নিরাপত্তা হুমকির মুখে: জেনারেল চৌহান

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং: ২০ হাজার কোটি টাকার আমানতের মাইলফল

চাঁদাবাজি নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবিলায় অর্থনীতিবিদ ও শিল্পপতিদের পরমর্শ

শূন্য করদাতাদের হিসাব তদন্তের আহ্বান অর্থ উপদেষ্টার

শুধু শেখ হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

শেখ হাসিনার উপযুক্ত বিচার বাংলাদেশে হবে: আসিফ নজরুল

গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা