ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১৯ এপ্রিল ২০২৫

English

জাতীয়

রাজধানীতে যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৭, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৩৭, ১৫ এপ্রিল ২০২৫

রাজধানীতে যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা

ছবি সংগৃহীত

রাজধানীর বংশাল এলাকায় বাসায় ঢুকে বিপ্লব গাজী (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত বিপ্লব গাজী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বংশালের সমাজকল্যাণ গলির ৬০/৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় একা থাকতেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় থাকা টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, "ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা চলছে।"

নিহতের ভাই নয়ন আলী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেন, রোববার রাত পৌনে ১০টা থেকে সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা বিপ্লব গাজীকে মাথা, বুক ও থুতনির নিচে ধারালো অস্ত্রের আঘাত করে এবং গলায় লুঙ্গি ও মাল্টিপ্লাগের তার পেঁচিয়ে হত্যা করে।

বিপ্লবের সহকর্মীরা জানান, তিনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। সর্বশেষ রোববার রাত সাড়ে ১১টার দিকে এক সহকর্মীর সঙ্গে তার কথা হয়।

ঘটনার পর পুলিশ জানায়, ঘরটি এলোমেলো অবস্থায় পাওয়া গেছে এবং বাসা থেকে আনুমানিক এক লাখ টাকা, ল্যাপটপ ও কিছু মূল্যবান সামগ্রী খোয়া গেছে। স্থানীয় সূত্রের দাবি, হত্যাকাণ্ডের সময় ধস্তাধস্তির আলামতও ছিল।

তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন, হত্যাকারীরা বিপ্লবের পরিচিত হতে পারে, কারণ বাসায় জোরপূর্বক প্রবেশের চিহ্ন নেই।

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে এবং শিগগিরই প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইউ

সাজানো নির্বাচনে জিতেছিলেন সাকিব: প্রেস সচিব

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় বিক্ষোভ

সরকারের কাজ-কামে দেশবাসী উদ্বিগ্ন: দুদু

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

যৌথবাহিনীর অভিযানে ৮ দিনে সারাদেশে আটক ৩৯০

পরিবেশবান্ধব বস্ত্রের প্রসারে কাজ করতে হবে: রিজওয়ানা

‘৩৭ টি স্পটে প্রায় ৩০০ শিশু রাস্তায় বসবাস করছে’

আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে ৬ দাবি

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট কার্যক্রম গ্রহণের ঘোষণা

ভিসা জালিয়াতি: সৌদিতে ৫ শতাধিক হজযাত্রী আটক

গাজীপুরে বাসার মধ্যে ২ শিশুর মর*দেহ

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মিই বড় সমস্যা’

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার

 ত্রিদেশীয় সিরিজ খেলবে নারী ফুটবলাররা

‘রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবার জিতব’