ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ০৯ মে ২০২৫

English

জাতীয়

বাউলদের পাশে সবাইকে দাঁড়ানের আহ্বান শিল্পকলা একাডেমির

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫

বাউলদের পাশে সবাইকে দাঁড়ানের আহ্বান শিল্পকলা একাডেমির

ছবি: উইমেনআই২৪ ডটকম

দেশের বিভিন্ন স্থানে বাউলদের উপর আক্রমণের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মহাপরিচালক বলেন, “সামাজিকভাবে বাউলদের উপর নানাভাবে আক্রমণ হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাই। বাউলরা ভালবাসার কথা বলেন, সম্প্রীতির কথা বলেন, তাদের উপর যারা আক্রমণ করে তারা নিচু শ্রেণীর মানুষ।”

মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি)   সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হয়েছে সাধুমেলা- ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি।’ 

লালনের সাম্য ও সম্প্রীতির দর্শন সকলের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদেশে চলমান রয়েছে ‘সাধুমেলা’। তার অংশ হিসেবেই বহুভাষিক উৎসব ২০২৫ উপলক্ষ্যে মাসব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য  দেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ (সচিব পদমর্যাদা) বলেন, “সরকারীভাবে বাজেট বাড়ালে শুধু বাউলদের নিয়ে নয়, সব ধরনের অনুষ্ঠান আমরা বাড়াতে পারবো।”

শুরুতে দৈন্য গান পরিবেশন করেন শিল্পীবৃন্দ। এরপর সাইফুল ইসলাম পরিবেশন করেন ‘এমন মানব জনম কবে গো সৃজন হবে’। মোছা: বিউটি খাতুন পরিবেশন করেন ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’, মো: মাহাবুব ইসলাম ‘অযতনে ডুবলো ভারা’, মরিয়ম জামিলা রোজী পরিবেশন করেন ‘তিন পাগলের হলো মেলা’। এরপর লালনের বাণী উপস্থাপন করেন জগি ফকির। জহির উদ্দিন পরিবেশন করেন ‘মাওলা বলে ডাক রসনা’, নাবিলা বিনতে নাসির মিতুল ‘পাখি কখন জানি উড়ে যায়’, মো: মুজিবার রহমান বিশ্বাস পরিবেশনা উপস্থাপন করেন। মো: মানিক ‘আমার চরণ ছাড়া করোনা দয়াল হরি’, রেন আয়নাল হক ‘পড়েছি এবার আমি’, রিতা খাতুন ‘সাধু সঙ্গ ভালো সঙ্গ’ উপস্থাপন করেন।

এরপর লালন ফকিরের দলীয় বাণী উপস্থাপন করেন লাভলী শেখ, কুতুব উদ্দিন, ওমর আলী, মো: আবু বক্কর সিদ্দিক, মো: শাহেদ আলী, লামিয়া বিনতে আলিফ ঐশ্বয, তাসলিমা আক্তার, দিপা মন্ডল, মো: নুরুল ইসলাম শেখ, আব্দুল মান্নান তালুকদার, আফসানা হক ইমু, মোছা: মিনারা হক, মো: ফারুক হোসেন, শামসুল ইসলাম, ফেরদৌসী খাতুন, ফ্লেরোন্স রিবেরু (তুপ্তি), ফারজানা আফরিন ইভা, মেহেরুন-নেসা পূর্ণিমা, মো: মিরাজ সিদার এবংঝর্ণা বিশ্বাস।

ইউ

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা

পাক-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র

কারাগারে আইভী

দিল্লিতেও উচ্চ সতর্কতা জারি 

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

গ্রেপ্তারের পর যা বললেন সাবেক মেয়র আইভী

সীমান্তে ফের গোলাগুলি শুরু

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাতের

যমুনার সামনে অবস্থান নিয়েছে শিবিরসহ আরও কয়েকটি সংগঠন

 সাবেক মেয়র আইভি গ্রেপ্তার

জনসমাগম কমলেও আওয়াবী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছে

মধ্যরাতে আইভীর বাসায় পুলিশের অভিযান, বাড়ি ঘিরে রেখেছে জনতা

নতুন পোপ কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাক প্রধানমন্ত্রীর ফোনালাপ

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ