ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ২৫ মার্চ ২০২৫

English

জাতীয়

বইমেলার স্টলে হামলার প্রতিবাদে ১২৪ লেখক-শিল্পী-অধিকারকর্মীর নিন্দা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০২৫

বইমেলার স্টলে হামলার প্রতিবাদে ১২৪ লেখক-শিল্পী-অধিকারকর্মীর নিন্দা

ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পূর্ব হুমকি প্রদানের পর উগ্রপন্থী একটি দল অমর একুশে বইমেলায় ১০ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় সব্যসাচী নামক প্রকাশনীর স্টলে হামলা চালিয়েছে। এই মব আক্রমণ মতপ্রকাশের স্বাধীনতার উপর এক গুরুতর আঘাত। সশস্ত্র নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও প্রকাশককে  লাঞ্ছিত  করে স্টল ভাঙচুর করে পুড়িয়ে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে, তা স্পষ্টতই প্রমাণ করে যে এই মবগোষ্ঠী দেশের জনগণের মৌলিক মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার বিরোধী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারিÑ) ১২৪ লেখক-শিল্পী-অধিকারকর্মীরা একববিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়,  এই ঘৃণ্য আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০০৪ সালে কবি হুমায়ুন আজাদের উপর নৃশংস হামলা, ২০১৫ সালে লেখক অভিজিৎ রায় এবং প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের হত্যাকাণ্ড থেকে সাম্প্রতিক সময়ে মাজার ভাঙ্গা, নারীকে ফুটবল খেলতে বাঁধা দেওয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের আল্টিমেটাম দেওয়া একই ধরনের সহিংসতার ধারাবাহিকতার অংশ। বিশেষত আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে ব্লগার এবং ভিন্ন চিন্তা ও বৈশিষ্ট্যের মানুষদের হত্যার ক্ষেত্রে প্রথমে উগ্রবাদী গোষ্ঠীর প্রচারণা ও সম্মতি উৎপাদন; পরবর্তীতে সরকারের নিষ্ক্রিয়তা ও পরোক্ষ মদতে এসব হত্যার ঘটনা আমরা ঘটতে দেখেছি। খুনীদের আড়াল করা, মনগড়া নানান মিথ্যা ভাষ্য দেয়া এবং বিচারে অনীহার মধ্য দিয়ে তৎকালীন সময়ে এটা স্পষ্ট হয়েছে যে ফ্যাসিবাদী শাসক ও ধর্মীয় উগ্রবাদীরা একই স্বার্থে কাজ করেছে। আমরা দেখেছি ফ্যাসিবাদী শাসনামলে কিভাবে লেখক মুশতাকের মত প্রকাশের স্বাধীনতার অধিকার ক্ষুণ্ণ করে তাঁকে রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে হত্যা করা হয়েছে।  জুলাই গভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা একইভাবে মতপ্রকাশের স্বাধীনতাকে বিপন্ন হতে দেখছি। গতকালকের ঘটনাটি প্রমাণ করে যে বইমেলার বর্তমান নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ অকার্যকর।

আমরা দৃঢ়তার সাথে দাবি করছি, আজকের হামলার সাথে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সকল আক্রমণকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বইমেলার নিরাপত্তা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে বহুগুণ জোরদার করতে হবে। এই ধরণের সহিংস বেআইনী কার্যকলাপ প্রতিরোধে রাষ্ট্রের কোনো নতি স্বীকার না করে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। যদি এই ন্যূনতম দাবিগুলোও পূরণ না করা হয়, তবে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের এই ব্যর্থতার দায় নিতে হবে।

আমরা সকল গণতন্ত্রমনা মানুষকে এই সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের অপরিহার্য অধিকার। এই অধিকার রক্ষায় আমরা অবিচল থাকব।

বিবৃতি স্বাক্ষর করেছেন আনু মুহাম্মদ, অধ্যাপক এবং সদস্য, গণতান্ত্রিক অধিকার কমিটি, সামিনা লুৎফা নিত্রা, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় ,  নাসরিন খন্দকার, নৃবিজ্ঞানী,  গোলাম সারওয়ার, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, লাবনী আশরাফি,  চলচ্চিত্রকার ও শিক্ষক, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ,  মাসউদ ইমরান মান্নু, অধ‍্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ‍্যালয়, জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,  ডঃ হারুন উর রশীদ চিকিৎসক এবং সাধারণ সম্পাদক, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, কল্লোল মোস্তফা, লেখক ও গবেষক নাসরিন খন্দকার, নৃবিজ্ঞান, মানজুর আল মতিন, আইনজীবী, তুহিন ওয়াদুদ, অধ্যাপক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, আবদুল্লাহ আল নোমান, প্রধান নির্বাহী, লইয়ারস ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট,  বর্ণালী সাহা, লেখক ও অনুবাদক, দীপক কুমার গোস্বামী,  নাট্য নির্দেশক, বাকী বিল্লাহ, লেখক এবং একটিভিস্ট, আকরাম খান, চলচ্চিত্রকার,  ফেরদৌস আরা রুমী, কবি ও অধিকার কর্মী,  ডা: তন্ময় সান্যাল, সম্পাদক, লিটল ম্যাগাজিন 'পোস্টকার্ড', সজীব তানভীর, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, রাফসান আহমেদ, চলচ্চিত্রকার, ইমেল হক, চলচ্চিত্র নির্মাতা, দিলীপ রায়, সভাপতি, বিপ্লবী ছাত্র মৈত্রী, সালমান সিদ্দিকী, সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,  রাফিকুজ্জামান ফরিদ, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রাগীব নাঈম,সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তাওফিকা প্রিয়া , সভাপতি (ভারপ্রাপ্ত), বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, আরমানুল হক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন,  জাফর হোসেন, সভাপতি, নয়াগণতান্ত্রিক গণমোর্চা   মোশরেফা মিশু, সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, সাইদ আহমেদ, মানবাধিকারকর্মী প্রমুখ।

ইউ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

এখন অনেকটাই শঙ্কামুক্ত তামিম, হাঁটারও চেষ্টা করছেন

বিএনপির লজ্জিত হওয়া উচিত: সারজিস

কিশোরীকে দলবদ্ধ ধ*র্ষ*ণ ও হ*ত্যার দায়ে তিন জনের মৃত্যুদণ্ড

কিশোরীকে দলবদ্ধ ধ*র্ষ*ণ ও হ*ত্যার দায়ে তিন জনের মৃত্যুদণ্ড

সাত বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, স্বস্তিতে যাত্রীরা 

গুজব-ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না: সেনাপ্রধান

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গুলি, যা জানা গেল

‘মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় সরকার’

জামিনে মুক্ত হলেন শমসের মুবিন চৌধুরী

হান্নান মাসউদের ওপর হামলা, যা বললেন হাসনাত

সাভারে ফের চলন্ত বাসে ডাকাতি

আজ ভয়াল ২৫ মার্চ