ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ১৪ অক্টোবর ২০২৫

English

জাতীয়

ভারতে পালানোর সময় আটক সাবেক যুগ্ম সচিব

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২১:১৫, ১২ অক্টোবর ২০২৪

ভারতে পালানোর সময় আটক সাবেক যুগ্ম সচিব

সংগৃহীত ছবি

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে এ কে এম জি কিবরিয়া মজুমদার নামের এক যুগ্ম সচিবকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার। এর আগে বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় থেকে আটক করা হয় তাকে।


আটক হওয়া এ কে এম জি কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অধীনে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে।


বিজিবি সূত্রে জানা গেছে, ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ২০৫০/৮—এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ কে এম জি কিবরিয়া মজুমদার নামের ওই যুগ্ম সচিব ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় সালদানদী বিওপির টহল দল তাকে আটক করে।


আটক যুগ্ম সচিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছেন, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত থাকায় তার নামে একাধিক মামলা হওয়ার প্রেক্ষিতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের উদ্দেশে সীমান্ত এলাকায় আগমন করেন। তিনি জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরীর অধীনে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন।


বিজিবির-৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে এ কে এম জি কিবরিয়া মজুমদার নামের এক যুগ্ম সচিবকে আটক করে বিজিবি। এ ঘটনায় পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

//এল//

গণতন্ত্রের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে: মির্জা ফখরুল

হংকংয়ে বাংলাদেশের ড্র, ১-১ সমতা

হজ নিবন্ধনের সময় বাড়লো

রূপনগরে আগুনে প্রাণহানি বেড়ে ১৬, চলছে তল্লাশি ও অনুসন্ধান

মিরপুরে আগুনে নিহতদের পরিবারের পাশে আছি: প্রধান উপদেষ্টা

৫ কোটি শিশুর টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

ন্যায্য পানি বণ্টনে আন্তঃসীমান্ত সহযোগিতা চাইল বাংলাদেশ

বাল্যবিবাহ রোধে সরকারের আন্তঃমন্ত্রণালয় সমন্বিত উদ্যোগ

মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন: ৯ প্রাণহানি, অনেকে নিখোঁজ

এনসিপি শাপলা না চাইলে ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে: ইসি সচিব

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুন

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

বাংলাদেশে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যান অ্যালি

ক্ষুধা নয়, অস্ত্রের পেছনে টাকা খরচ করছে বিশ্ব: ড. ইউনূস

১২ দিনে প্রবাসী আয় ১১৮ কোটি ডলার