ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ০১ সেপ্টেম্বর ২০২৫

English

জাতীয়

দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২৪

দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত

দেশ পুনর্গঠন, সংস্কার ও পাচার করা অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ সহায়তা চান। পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে  বৈঠকের বিস্তারিত জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক পুনর্গঠন, সংস্কার ও সবকিছু নতুন করে শুরু করতে এবং আর্থিক খাত, বিচার বিভাগ, পুলিশবাহিনী ও অন্যান্য প্রতিষ্ঠান সংস্কারে প্রশাসন দ্রুতগতিতে কাজ করে যাচ্ছে। 

'এটি আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত,' যোগ করেন তিনি। 

মার্কিন প্রতিনিধিদলের কাছে অন্তর্বর্তী সরকারের সংস্কার রূপরেখা তুলে ধরে ড. ইউনূস বলেন, ভোট জালিয়াতি প্রতিরোধ, বিচার বিভাগ, পুলিশ, বেসামরিক প্রশাসন, দুর্নীতিদমন সংস্থা এবং সংবিধান সংশোধনে সরকার দায়িত্ব নেয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ছয়টি কমিশন গঠন করা হয়েছে।

তিনি বলেন, স্বৈরাচারী আমলের দুর্নীতিবাজদের লুণ্ঠিত ও পাচারকৃত সম্পদ ফেরত পেতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি মোকাবিলায় সরকার চ্যালেঞ্জের মুখোমুখি। কারণ আমরা দুর্নীতির সাগরে ছিলাম।

বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। তারা বলেন, ওয়াশিংটন এসব সংস্কার উদ্যোগকে সমর্থন করে।

সফররত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা বলেছেন, তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতা করতে আগ্রহী।

বৈঠকে আর্থিক ও অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ, শ্রম সমস্যা, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফর নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডারসেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সহকারী মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর, মার্কিন ট্রেজারি বিভাগের পরিচালক জেরোড ম্যাসন।

বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।

ইউ

কোনো আঘাত এলে জবাব দিতে হবে: জাতীয় পার্টির মহাসচিব

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন কলেজছাত্রী

রোহিঙ্গা নারীদের সুরক্ষা ও ভবিষ্যৎ নিয়ে একশনএইডের গবেষণা

বিএনপি সরকারে এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয়: শারমীন এস মুরশিদ

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি দল: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ: ইসি সচিব

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ: ইসি সচিব

ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ

মঞ্চ ৭১ গোলটেবিলে হামলা, নাগরিক অধিকার রক্ষার আহ্বান

সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ ব্যবহারে পরিবেশ উপদেষ্টার আহ্বান

চবি ও আশপাশে ১৪৪ ধারা জারি

হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ