
ছবি সংগৃহীত
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে আলোচনায় বসতে সরকারের প্রস্তাব নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সরকারের সিদ্ধান্ত জানানোর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম সাংবাদিকদের বলেন’, এই মুহূর্তে আমরা নিজেদের মধ্যে আলোচনায় বসেছি, কী করণীয় তা নিয়ে। পরে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, গুলির সাথে কোনো সংলাপ হয় না।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে সাংবাদিকদের সামনে আসেন আইনমন্ত্রী আনিসুল হক।
কোটা আন্দোলনকারীদের সঙ্গে ‘আজই বসতে’ রাজি সরকারকোটা আন্দোলনকারীদের সঙ্গে ‘আজই বসতে’ রাজি সরকার
তিনি বলেছেন, তাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে আন্দোলনকারীদের সঙ্গে বসে আলোচনার দায়িত্ব দিয়েছেন সরকারপ্রধান শেখ হাসিনা।
আইনমন্ত্রী মন্ত্রী বলেন, আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার। আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তারা চাইলে আমরা আজকেই আলোচনায় বসতে রাজি।
ইউ