সংগৃহীত ছবি
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় সাংবাদিক ও সংবাদমাধ্যম কর্মীদের এক সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী প্রতিশ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন, নবম ওয়েজ বোর্ড রোয়েদাদের বকেয়া আদায় ও টেলিভিশনে অভিন্ন বেতন কাঠামোসহ অন্যান্য দাবিতে অনুষ্ঠিতব্য এ সমাবেশে সাংবাদিক অন্য সংবাদমাধ্যম কর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্য এবং নেতৃবৃন্দকে সভায় অংশগ্রহণের জন্য বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ আহবান জানিয়েছেন।
//এল//