
সেতারা মূসা :
প্রখ্যাত সাংবাদিক প্রয়াত এ বি এম মূসার স্ত্রী সেতারা মূসা মারা গেছেন। ফুসফুসের প্রদাহজনিত সমস্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৪ মার্চ) মারা যান তিনি।
মৃত্যুকালে সেতারা মূসার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান রেখে গেছেন।
সেতারা মূসার আরেকটি পরিচিতি রয়েছে। তিনি পথিকৃৎ সাংবাদিক আবদুস সালামের জ্যেষ্ঠ কন্যা। এছাড়া কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নারী পাতার সম্পাদক ছিলেন।
মঙ্গলবার বাদ এশা রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড মসজিদে সেতারা মূসার জানাজা অনুষ্ঠিত হয়। রাতে মরদেহ ফ্রিজিং ভ্যানে বাসার নিচে রাখা হবে। বুধবার সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ফেনীতে। বাদ যোহর ফেনীর ফতেহপুর গ্রামে প্রয়াত স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।
//জ//