
জাতীয় প্রেস ক্লাব
জাতীয় প্রেস ক্লাব সদস্য ও দৈনিক কালের কণ্ঠের সিনিয়র ফটোসাংবাদিক মঞ্জুরুল করিমের পিতা সিরাজুল করিম তালুকদার আজ বুধবার ভোর ৫টায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮০বছর।
তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বাদ আসর মাদারীপুর জেলার কালকিনি থানার দক্ষিণ রমজানপুর তালুকদার বাড়ি জামে মসজিদে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এক বিবৃতিতে মঞ্জরুল করিমের পিতা সিরাজুল করিম তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
//জ//