ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪

English

মিডিয়া

জাতীয় প্রেস ক্লাব এর ক্রীড়া প্রতিযোগিতা 

উইমেনআই২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৪, ১২ অক্টোবর ২০২২

জাতীয় প্রেস ক্লাব এর ক্রীড়া প্রতিযোগিতা 

জাতীয় প্রেস ক্লাব এর ক্রীড়া প্রতিযোগিতা 

৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে চলছে ১০ দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। অনুষ্ঠানের ৩য় দিন বুধবার (১২ অক্টোবর) চলছে স্পেড ট্রাম্প প্রতিযোগিতা।

অনুষ্ঠানটি জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন উদ্ভোধন করেছিলেন ১০ অক্টোবর। সেই ধারাবাহিকতায় চলছে এই ক্রীড়া  প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান। যাতে অংশগ্রহণ করছেন শুধুমাত্র জাতীয় প্রেস ক্লাব এর সদস্যবৃন্দ। 

প্রতিযোগিতায় প্রায় ৪৯ জন সদস্য অংশ নেন। ক্রীড়া উপ কমিটির আহ্বায়ক ( ভারপ্রাপ্ত) ভানুরন্জন চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি ও রহমান মোস্তাফিজ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রাইফেল ক্লাবের কর্মকর্তা মোঃ মাকসুদ আলী ও নিউজ টুডে'র ফটো জার্নালিস্ট আখতার হোসেন।

ক্রিড়া অনুষ্ঠানের তৃতীয় দিন বুধবার সকাল ১১ থেকে চলছে জাতীয় প্রেস ক্লাব সদস্যদের এই আয়োজন। এমন একটি প্রতিযোগিতার আয়োজনে আনন্দিত জাতীয় প্রেস ক্লাব এর  সদস্যরা।
আজ জাতীয় প্রেসক্লাবের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পেড ট্রাম্প প্রতিযোগিতার নিয়মাবলী গুলো হলোঃ

১. ৩০০ পয়েন্টের গেম

২. ৮ কল দিলে বোনাস পয়েন্ট সহ ১২০ পয়েন্ট দেওয়া হবে।

৩. স্পেড না পেলে পুনঃডিল হবে

৪. কোন অনার্স কার্ড ( এ- জেড পর্যন্ত অনার্স) না পেলে পুনঃডিল হবে।

৫. ট্রাম্প ওভার ট্রাম্প বাধ্যতামূলক।

৬. লাষ্ট হ্যান্ডকে ট্রিক অবশ্যই ধরতে হবে।

৭. ভুল কার্ড করলে  কার্ড টেবিল থেকে তুলে নিয়ে ট্রিক এর লিড শুরুর আগে ভুল সংশোধন করা যাবে। ভুল করে ধরা পড়লে টোটাল ডিল লাষ্ট । যে ভুল করবে তার কল নষ্ট বলে গণ্য হবে। অন্যরা তাদের কল পেয়েই যাবে।

৮. প্রতি টেবিল হতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী পরবর্তী রাউন্ডে যাবে। কোন পজিশনের সমান পয়েন্ট হলে  যিনি বেশি মাইনাস দিয়েছেন তিনি বাদ পড়বেন। মাইনাস সমান হলে যিনি বেশিবার মাইনাস দিয়েছেন  তিনি বাদ পড়বেন। এতেও টাই না ভাঙলে টসে নিষ্পত্তি হবে। সব রকম টাইয়ের বেলা এই নিয়ম প্রযোজ্য হবে।

৯. চুড়ান্ত পর্যায়ে প্রতিযোগির সংখ্যা ৬ জন হলে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হবে।

১০. কোন ডিল বাতিল হলে পরবর্তী ব্যক্তি ডিল করবেন।

১১. যে কোন কল এ খেলা অনুষ্ঠিত হবে।

১২. নির্ধারিত সময়ের আধাঘণ্টা পর কোন প্রতিযোগি কে নেওয়া বা না নেওয়া সম্পূর্ণ ভাবে বিচারকের উপর নির্ভর করবে।

১৩. প্রতি রাউন্ডের বিজয়ীদ্বয় পরবর্তী রাউন্ডের খেলার সময় বিচারকদের কাজ থেকে জেনে নিতে হবে। প্রথম দিন অবশ্যই দুই রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

১৪. খেলা চলাকালীন সময়ে মোবাইল বন্ধ রাখতে হবে।

১৫. যে কোন অবস্থায় বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

//জ//-এস

ভারতের ভূতুড়ে ৫ শহর

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

কানাডার কুইন্স পার্কে বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন

ইফতার পার্টি করে মিথ্যাচার চালাচ্ছে বিএনপি : কাদের

বুবলীর পর মাহির ছেলের জন্মদিনে সরব পরীমণি 

বন্ধ্যাত্বের অন্যতম কারণ এন্ডোমেট্রিয়োসিস, সতর্ক হোন

এভারকেয়ারে চাকরি, লাগবে না অভিজ্ঞতা 

ভিকারুননিসায় আরও ৩৬ ছাত্রীর তথ্য ফাঁস!

টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা

নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ৩৪.৮৭ শতাংশ

বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান

সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫

রাজধানীতে ঝাল কমতে শুরু করেছে পেঁয়াজের

৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ

ঈদ যাত্রার ২৮ হাজারের বেশি টিকিট বিক্রি