ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ২০ অক্টোবর ২০২৫

English

সাহিত্য

‘পেন পিন্টার পুরস্কার’ জিতলেন অরুন্ধতী রায়

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২১:৫৫, ২৭ জুন ২০২৪

‘পেন পিন্টার পুরস্কার’ জিতলেন অরুন্ধতী রায়

সংগৃহীত ছবি

ভারতের মানবাধিকারবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে লেখার পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধ ও পুঁজিবাদ সম্পর্কে লিখেছেন অরুন্ধতী রায়। এ বছর বুকারজয়ী ভারতীয় এই লেখক ‘পেন পিন্টার প্রাইজ’ জিতেছেন।

ভারতের কর্মকর্তারা অরুন্ধতী রায়ের বিরুদ্ধে ১৪ বছর আগে দেওয়া বক্তৃতার রেশ টেনে ইউএপিএ বা সন্ত্রাস দমন আইনে রাষ্ট্রদ্রোহের মামলা করার অনুমতি দেওয়ার ১০ দিন পরেই তিনি এ পুরস্কার পেয়েছেন। ষাটোর্ধ্ব এই লেখিকা জানিয়েছেন, এ পুরস্কার পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।

নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে ‘পেন পিন্টার প্রাইজ।’ যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কমনওয়েলথের লেখকদের মধ্যে অসামান্য সাহিত্যিক কাজের পুরস্কার হিসেবে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।

‘ইংলিশ পেন’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান ২০০৯ সালে এই পুরস্কার প্রবর্তন করে। ইংলিশ পেন মতপ্রকাশের স্বাধীনতা ও সাহিত্য নিয়ে কাজ করে।

ব্রিটিশ লাইব্রেরি আয়োজিত অনুষ্ঠানে আগামী ১০ অক্টোবর অরুন্ধতী পেন পিন্টার প্রাইজ গ্রহণ করবেন। এর আগে মাইকেল রোজেন, ম্যালোরি ব্ল্যাকম্যান, মার্গারেট অ্যাটউড, সালমান রুশদি, টম স্টপার্ড ও ক্যারল অ্যান ডাফি এ পুরস্কার জিতেছেন।

প্রাপ্তির প্রতিক্রিয়ায় অরুন্ধতী রায় বলেছেন, ‘বিশ্ব যে দুর্বোধ্য দিকে মোড় নিচ্ছে, তা নিয়ে লেখার জন্য হ্যারল্ড পিন্টার আমাদের সঙ্গে থাকলে ভালো হতো। কিন্তু তিনি যেহেতু নেই, আমাদের কাউকে তাঁর সেই শূন্যতা পূরণ করতে হবে।’

অরুন্ধতী রায় অনেক বই ও নন-ফিকশন প্রবন্ধ লিখেছেন। তবে তিনি তার উপন্যাস গড অব স্মল থিংস-এর জন্য বেশি পরিচিত। ১৯৯৭ সালে বইটির জন্য তিনি বুকার পুরস্কার জেতেন।


উল্লেখ্য, ভারতের বিতর্কিত বিষয় কাশ্মীর নিয়ে ২০১০ সালে মন্তব্য করেছিলেন লেখক ও মানবাধিকারকর্মী অরুন্ধতী রায়। তার সেই মন্তব্যের কারণের ভারতের নরেন্দ্র মোদি সরকার তাকে বিচারের মুখোমুখি করতে চাইছে। তার বিরুদ্ধে ইউএপিএ বা সন্ত্রাস দমন আইনে রাষ্ট্রদ্রোহের মামলা করার অনুমতি দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। সেই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তাকে প্রায়ই বক্তৃতা এবং লেখার জন্য ডানপন্থী গোষ্ঠীর আক্রমণের লক্ষ্যবস্তু হতে হয়েছে। মুসলিমদের লক্ষ্যবস্তু করা নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করেছেন অরুন্ধতী রায়। এ ছাড়া মোদি সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়া নিয়েও তিনি সর্বদাই সোচ্চার।


 

//এল//

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাকায় গণমাধ্যমকর্মীর মরদেহ উদ্ধার

কোরিয়ান সিএসআর: প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণের ভবিষ্যৎ

পিআর নিয়ে যা বললেন নাহিদ

স্বর্ণময়ী বিশ্বাসের আত্মহত্যার ঘটনায় আমরাই পারি জোটের উদ্বেগ

সবুজায়ন-বৃষ্টির পানি সংরক্ষণে সৌদি সহযোগিতা চাইলেন উপদেষ্টা

কার্গো ভিলেজ আগুন: পোশাক শিল্পে বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা

বুলেটপ্রুফ গাড়ি ও মিনিবাস কিনছে বিএনপি

রমজানের আগেই নির্বাচন হবে, বিতর্কিত কেউ দায়িত্বে থাকবে না: ইসি

শিক্ষকদের ৫% বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, শহীদ মিনারে

ওমানে আট প্রবাসীর প্রাণহানি, মরদেহ দেশে প্রত্যাবর্তন

বিশেষ ব্যবস্থা থাকলেও মেট্রোতে বিড়ম্বনায় প্রতিবন্ধী ব্যক্তি

বিমানবন্দরে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা: সিইসি

ভূমি কমিশন সভা স্থগিত, চুক্তি বাস্তবায়ন আন্দোলনের ক্ষোভ