ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১০ মে ২০২৫

English

লাইফস্টাইল

আলুর ক্রিমে দাগহীন উজ্জ্বল ত্বক!

উইমেনআই২৪ প্রতিবেদক:

প্রকাশিত: ১২:৫৮, ১৫ নভেম্বর ২০২৩

আলুর ক্রিমে দাগহীন উজ্জ্বল ত্বক!

আলুর ক্রিমে দাগহীন উজ্জ্বল ত্বক! ................. ছবি: সংগৃহীত

ত্বকের যত্ন নিতে সারাদিন আমরা অনেক কিছুই করি। যেমন ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়া, ময়েশ্চারাইজার লাগানো, ফেস স্ক্রাবিং। তবে মুখ পরিষ্কার রাখা খুবই জরুরি। কারণ মুখ নোংরা থাকলে ত্বকে হাওয়া-বাতাস চলাচল করতে পারে না। ফলে নানারকম ত্বকের সমস্যা হতে পারে। যে কারণে নাইট ক্রিম ব্যবহারের উপদেশ দেওয়া হয়। কারণ নাইট ক্রিমের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা সারা রাত ধরে মুখের ক্ষত পূরণে সাহায্য করে।

তবে বাজার চলতি নাইট ক্রিম না কিনে নিজে বানিয়ে নিতে পারেন বাড়িতেই। রান্নাঘরে থাকা সামান্য উপকরণেই তৈরি করা যাবে নাইট ক্রিম। দেখে নিন, সেগুলি কী কী। আর এই ক্রিম বানানো কিন্তু মোটেই ঝামেলার নয়। যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহার করা হচ্ছে আলুর রস। যে কোনও দাগ, ছোপ তুলে দিয়ে ত্বককে প্রাকৃতিক উপায়ে ব্লিচ করতে এই আলুর রসের কিন্তু কোনও তুলনা নেই। কোরিয়ান অনেক ক্রিমেরও মুখ্য উপাদান হলো এই আলুর রস। মুখের পোড়া ভাব তুলতেও আলু ভীষণ উপকারী। এই আলু দিয়েই বানিয়ে নিতে পারেন আলুর নাইট ক্রিম।

যেভাবে বানাবেন নাইট ক্রিম-
আলু প্রথমে খুব ভালো করে ধুয়ে খোসা সহ গ্রেট করে নিতে হবে। এবার এখান থেকে আলুর রস ছেঁকে বের করে নিতে হবে। এর মধ্যে সামান্য গুঁড়ো দুধ মেশাতে হবে। এবার চুলায় বসিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করলেই একটা ক্রিম তৈরি হবে। এর মধ্যে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে। ত্বককে ভালো রাখতে এই মিশ্রণটি খুবই ভালো। এর মধ্যে ৮-১০ ফোঁটা গ্লিসারিন আর একটু হলুদ দিন, এ উপাদানটি যে কোনও রকম ইনফেকশন থেকে ত্বককে রক্ষা করবে। এবার এতে একটু গোলাপ জল মিশিয়ে নিন। আর দিন ভিটামিন ই ক্যাপসুল। এবার মিশ্রণটি একটি কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতে হবে ৭ দিন।

এবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তুলোয় গোলাপ জল নিয়ে মুখ মুছে নিন। এতে মুখের নোংরা ময়লা উঠে আসবে। এবার পরিষ্কার মুখে লাগিয়ে নিতে হবে এই ক্রিম। এই ক্রিম লাগিয়ে রেখে শুয়ে পড়ুন। ব্রণ, মেচেতার দাগ দূর করতেও খুব ভালো কাজ করে এই ক্রিম। এ ছাড়াও মুখের যে কোনও দাগ একেবারে প্রাকৃতিক উপায়েই উঠে যাবে প্রতিদিন নিয়ম করে এই মিশ্রণ মুখে লাগালে।

//জ//

সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি

আকাশসীমা বন্ধ করল পাকিস্তান

দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে ছাত্র-জনতার বিক্ষোভ

রাজধানীর মিরপুরে ফ্ল্যাটে মিলল ২ বোনের মরদেহ

দেশজুড়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বইছে  

‘এই প্রজন্মই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষাকবচ’

পাকিস্তানের সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

শাহবাগ ছাড়া অন্য কোথাও ব্লকেড নয়: হাসনাত

পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু

ভারতের ২৬ স্থানে ড্রোন হামলা চালাল পাকিস্তান

এবার যুব মহিলা লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

সেই পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম গ্রেপ্তার

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিকেলে শাহবাগে গণজমায়েত

মুস্তাফা জামান আব্বাসী আর নেই

ভারতে জরুরি অবস্থা জারির নির্দেশ