ঢাকা, বাংলাদেশ

রোববার, , ১৯ অক্টোবর ২০২৫

English

লাইফস্টাইল

আজ সম্পর্ক জোড়া দেওয়ার দিন 

উইমেনআই২৪ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ১০ সেপ্টেম্বর ২০২২

আজ সম্পর্ক জোড়া দেওয়ার দিন 

আজ সম্পর্ক জোড়া দেওয়ার দিন 

মৃত্যু এলে মরে যেতে হবে 
ভালোবাসা নদীর জলের মতন হয়ে রবে,
জলের থেকে ছিঁড়ে গিয়েও জল
জোড়া লাগে আবার যেমন নিবিড় জলে এসে!

 

জীবনানন্দ দাশ

আসলে ভালোবাসার সম্পর্কগুলো এরকমই, নদীর জলের মতো। চাইলেও আলাদা করা সম্ভব না। জল থেকে জল যেমন আলাদা করা যায় না, প্রিয়জনকেও আলাদা করা যায় না। তাই বলে সম্পর্কে টানা পোড়েন থাকবে না তা তো নয়। মাঝেমধ্যে রাগ, ঝগড়া আর অভিমান অবশ্যই হবে। মনের মিল থাকলে এইসব রাগ-অনুরাগের মেঘ কেটে যেতে সময় লাগে না। আবার গভীর ভালোবাসা কেবল কাছেই টানে না, অনেক দূরেও ঠেলে দেয়। তাই, ছোট-বড় অদ্ভুত সব কারণেই প্রিয়জনের সাথে তৈরি হতে পারে মুখ না দেখাদেখির দূরত্ব। 

কোথাও না কোথাও এমন একটু একটু করে জল থেকে জল আলাদা হয়ে যায়। কথা বন্ধ, বন্ধ মুখ–দেখাদেখি। প্রিয়জন বা আত্মীয়দের দেখলেই আলগোছে নিজেকে সরিয়ে নেওয়া, এসব চলতে থাকে। ভালোবাসা আর আবেগের আকাশ তখন পুরোপুরি অভিমান বা ক্ষোভের কালো মেঘে ঢেকে যায়। 

কিন্তু, মনের টান কখনও কাটে না। প্রিয়জন, আত্মীয় বা বন্ধুর সাথে মন খুলে কথা না বলার কষ্ট ঠিকই মনটাকে পোড়ায়। একসময় মনে হয়, যা হবার হয়েছে, এখনই সময় পুরোনো রাগ-অভিমানের ধুলো ঝেড়ে সম্পর্কটাকে আবার আগের মতো করে ফেলার। আর যারা সম্পর্ক আবার জোড়া লাগাতে চান, আজকের দিনটি তাদের জন্য নিবেদিত। 

আজ ১০ সেপ্টেম্বর, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর দিন, ইন্টারন্যাশনাল মেকআপ ডে। আজকেই সে সময়, যখন আপনি মনের আকাশ থেকে অভিমানের, কষ্টের কালো মেঘ বৃষ্টি করে ঝড়িয়ে ফেলতে পারবেন। সব কষ্ট, ক্ষোভ ভুলে প্রিয়জনকে বলবেন, যা হবার হয়েছে, চল আবার শুরু করি। জল এসে মিশে যাবে জলে। ভালোবাসা হয়ে রবে নদীর মতো বহমান। 

কবে কীভাবে সম্পর্ক জোড়া দেওয়ার এই চমৎকার দিবসটির  চল হয়েছে, সেটা জানা যায় না। কিন্তু, তাতে কী! এমন একটি সুন্দর দিন কিন্তু পালন করা যেতেই পারে। 

আত্মীয়পরিজন, বন্ধুবান্ধব কিংবা সহকর্মী—কারো সাথে সম্পর্কে চিড় ধরে থাকলে, আজকেই সেটা মিটিয়ে ফেলার আসল সময়। 

কার কতটুকু দোষ ছিল, কার কতটুকু দায়, এসব না ভেবে, আজকের দিনেই সমোঝোতার হাত বাড়িয়ে দেওয়া যায় অনায়াসেই। তিক্ত অতীতকে একপাশে সরিয়ে রেখে আপনিই না হয় আগে হাত বাড়িয়ে দিন। সম্পর্ক ভাঙায় কার ভূমিকা ছিল তা না ভেবে, জোড়া লাগানোয় মূল ভূমিকা আপনারই হোক।

//জ//

বিমানবন্দরে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা: সিইসি

ভূমি কমিশন সভা স্থগিত, চুক্তি বাস্তবায়ন আন্দোলনের ক্ষোভ

রক-এন-রোল-এর রাজপুত্র: আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে স্মৃতির অর্ঘ্য

নদী রক্ষা কমিশন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ভিশনে ভিন্নতা

সহিংস রাজনীতিতে কমছে নারী ও তরুণদের নেতৃত্ব

নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি নেতৃত্ব চাই: রিজওয়ানা হাসান

চাঁদপুর-৩ আসনে আলম খানের গণসংযোগ

শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপি নীতিগতভাবে একমত: তারেক রহমান

জুলাই সনদ সংঘর্ষ: ৪ মামলায় ৯০০ আসামি

শাহজালাল বিমানবন্দরে আগুন

প্রযুক্তিতে সহজ প্রতিবন্ধী ব্যক্তির জীবন

আবারো ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল

প্রযুক্তির সুবিধা লাভে প্রতিবন্ধী ব্যক্তিদের বাধা

জুলাই সনদে নারীর অনুপস্থিতি, ফোরামের তীব্র প্রতিবাদ