ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ০৮ জুলাই ২০২৫

English

লাইফস্টাইল

আজ সম্পর্ক জোড়া দেওয়ার দিন 

উইমেনআই২৪ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ১০ সেপ্টেম্বর ২০২২

আজ সম্পর্ক জোড়া দেওয়ার দিন 

আজ সম্পর্ক জোড়া দেওয়ার দিন 

মৃত্যু এলে মরে যেতে হবে 
ভালোবাসা নদীর জলের মতন হয়ে রবে,
জলের থেকে ছিঁড়ে গিয়েও জল
জোড়া লাগে আবার যেমন নিবিড় জলে এসে!

 

জীবনানন্দ দাশ

আসলে ভালোবাসার সম্পর্কগুলো এরকমই, নদীর জলের মতো। চাইলেও আলাদা করা সম্ভব না। জল থেকে জল যেমন আলাদা করা যায় না, প্রিয়জনকেও আলাদা করা যায় না। তাই বলে সম্পর্কে টানা পোড়েন থাকবে না তা তো নয়। মাঝেমধ্যে রাগ, ঝগড়া আর অভিমান অবশ্যই হবে। মনের মিল থাকলে এইসব রাগ-অনুরাগের মেঘ কেটে যেতে সময় লাগে না। আবার গভীর ভালোবাসা কেবল কাছেই টানে না, অনেক দূরেও ঠেলে দেয়। তাই, ছোট-বড় অদ্ভুত সব কারণেই প্রিয়জনের সাথে তৈরি হতে পারে মুখ না দেখাদেখির দূরত্ব। 

কোথাও না কোথাও এমন একটু একটু করে জল থেকে জল আলাদা হয়ে যায়। কথা বন্ধ, বন্ধ মুখ–দেখাদেখি। প্রিয়জন বা আত্মীয়দের দেখলেই আলগোছে নিজেকে সরিয়ে নেওয়া, এসব চলতে থাকে। ভালোবাসা আর আবেগের আকাশ তখন পুরোপুরি অভিমান বা ক্ষোভের কালো মেঘে ঢেকে যায়। 

কিন্তু, মনের টান কখনও কাটে না। প্রিয়জন, আত্মীয় বা বন্ধুর সাথে মন খুলে কথা না বলার কষ্ট ঠিকই মনটাকে পোড়ায়। একসময় মনে হয়, যা হবার হয়েছে, এখনই সময় পুরোনো রাগ-অভিমানের ধুলো ঝেড়ে সম্পর্কটাকে আবার আগের মতো করে ফেলার। আর যারা সম্পর্ক আবার জোড়া লাগাতে চান, আজকের দিনটি তাদের জন্য নিবেদিত। 

আজ ১০ সেপ্টেম্বর, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর দিন, ইন্টারন্যাশনাল মেকআপ ডে। আজকেই সে সময়, যখন আপনি মনের আকাশ থেকে অভিমানের, কষ্টের কালো মেঘ বৃষ্টি করে ঝড়িয়ে ফেলতে পারবেন। সব কষ্ট, ক্ষোভ ভুলে প্রিয়জনকে বলবেন, যা হবার হয়েছে, চল আবার শুরু করি। জল এসে মিশে যাবে জলে। ভালোবাসা হয়ে রবে নদীর মতো বহমান। 

কবে কীভাবে সম্পর্ক জোড়া দেওয়ার এই চমৎকার দিবসটির  চল হয়েছে, সেটা জানা যায় না। কিন্তু, তাতে কী! এমন একটি সুন্দর দিন কিন্তু পালন করা যেতেই পারে। 

আত্মীয়পরিজন, বন্ধুবান্ধব কিংবা সহকর্মী—কারো সাথে সম্পর্কে চিড় ধরে থাকলে, আজকেই সেটা মিটিয়ে ফেলার আসল সময়। 

কার কতটুকু দোষ ছিল, কার কতটুকু দায়, এসব না ভেবে, আজকের দিনেই সমোঝোতার হাত বাড়িয়ে দেওয়া যায় অনায়াসেই। তিক্ত অতীতকে একপাশে সরিয়ে রেখে আপনিই না হয় আগে হাত বাড়িয়ে দিন। সম্পর্ক ভাঙায় কার ভূমিকা ছিল তা না ভেবে, জোড়া লাগানোয় মূল ভূমিকা আপনারই হোক।

//জ//

খালি পেটে যে ৪ বাদাম স্বাস্থ্যের জন্য উপকারী

রাজধানীতে ডাকাতির সময় বাড়ির মালিককে হত্যা

সাগরের ঢেউয়ে ভেসে গেল ৩ শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

‘উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা’

গণমাধ্যমকে প্রকাশ্য হুমকি, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃত ১০০ ছাড়াল, নিখোঁজ বহু শিশু

টানা বৃষ্টিতে কক্সবাজারে পর্যটকদের ভোগান্তি

ড. ইউনূসকে চিঠি ট্রাম্পের

নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা

বাধা দিলে আ.লীগের মতো পরিণতির হুঁশিয়ারি এনসিপির

দেশের ৬১টি ব্যাংককে ১২ গ্রুপে ভাগ করা হবে: গভর্নর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২

বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ: ইউএনএফপিএ

চুন্নুসহ ৩ নেতাকে জাপা থেকে অব্যাহতি